পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পরিবেশবান্ধব শিল্প হিসেবে আর্ন্তজাতিক স্বীকৃতি এফএসসি-সিওসি সার্টিফিকেট পেলো দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গতকাল সোমবার সকালে বসুন্ধরা ইন্ড্রাস্টিয়াল হেড কোয়ার্টারে বসুন্ধরা গ্রæপের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সাফওয়ান সোবহানের কাছে এ স্বীকৃতি সনদ তুলে দেওয়া হয়। এফএসসি’র স্বত্ত¡াধিকারী ইতালিয়ান প্রতিষ্ঠান রিনা’র সার্টিফিকেশন ম্যানেজার আসলাম খান এ সার্টিফিকেট হস্তান্তর করেন। এ সময় কেক কেটে সার্টিফিকেট প্রাপ্তি উদযাপন করা হয়। বসুন্ধরা পেপার মিলসের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মুস্তাফিজুর রহমান বলেন, পৃথিবীজুড়ে এখন মানুষ পরিবেশ বিষয়ে সচেতন হচ্ছেন। এক্ষেত্রে বিশ্বব্যাপী কাগজ তৈরির প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধবের স্বীকৃতি হিসেবে এফএসসি সার্টিফিকেট নিতে হচ্ছে। বাংলাদেশে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডই একমাত্র প্রতিষ্ঠান যারা এ সার্টিফিকেট পেলো। উন্নত বিশ্বে এখন মানুষ কাপড় কিনতে গেলেও খেয়াল করেন, ট্যাগটি এফএসসি সার্টিফায়েড কি-না। মানুষ এখন অনেক সচেতন হচ্ছেন বলেও জানান মুস্তাফিজুর রহমান। সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রæপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।