পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার্স অফিস ঢাকা-১ ও ঢাকা-২ এর ঢাকা বিভাগীয় সম্মেলনে-২০১৮ ও প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার রাজধানীর আইডিইবি ভবনে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল মকবুল। সম্মেলনে অন্যান্যের মধ্যে পরিচালনা পর্ষদের পরিচালকব্ন্দৃ, ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ডিএমডিসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ২০১৭ সালের অর্জনকে বিশ্লেষণের মাধ্যমে ২০১৮ সালের কর্মপরিকল্পনা নির্ধারন এবং ব্যবসায়িক উন্নয়ন, নতুন নতুন ঋণ প্রদান, সাইবার সিকিউরিটি, গ্রাহক সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই মুনাফা অর্জনে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান। সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, সোনালী ব্যাংকের পুরনো গৌরব ফিরিয়ে আনতে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। এ লক্ষ্যে নতুন নতুন ঋণ প্রদান এবং খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেশের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করতে হবে। জেনারেল ম্যানেজার্স অফিস ঢাকা-১ ও ঢাকা-২ এর নিয়ন্ত্রণাধীন প্রিন্সিপাল অফিস, আঞ্চলিক কার্যালয়, কর্পোরেট শাখাসহ সকল শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে উপস্থিত ছিলেন। - বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।