Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রেষ্ঠ অভিনেত্রী মিম এবং অভিনেতা শাকিব

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নিউইয়র্ক থেকে এনা : শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’র আয়োজনে ১৫তম ঢালিউড অ্যাওয়ার্ডের জমজমাট আসরে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মীম এবং শ্রেষ্ঠ নায়কের অ্যাওয়ার্ড পেয়েছেন শাকিব খান। ঢালিউডের এই বর্ণাঢ্য আয়োজন গত রোববার সন্ধ্যায় বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। হল ভর্তি অডিটোরিয়ামে অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী বাধনের চমৎকার উপস্থানায় শ্রেষ্ঠ টিভি অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন সজল, পপুলার অভিনেতার এওয়ার্ড পেয়েছেন সাজু খাদেম, শ্রেষ্ঠ টিভি অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন বাঁধন। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মীম, শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান, পপুলার অভিনেতার এওয়ার্ড পেয়েছেন আনিসুর রহমান মিলন। চলচ্চিত্রে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন পরিমনি। শ্রেষ্ঠ শিল্পীর (পুরুষ) এওয়ার্ড পেয়েছেন বাপ্পা মজুমদার, পাওয়ার এওয়ার্ড পেয়েছেন পার্থ বড়–য়া। বেস্ট সঙ্গীত শিল্পীর (মহিলা) এওয়ার্ড পেয়েছেন পড়শি। বেস্ট ব্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে চিরকুট ব্যান্ড। অন্যান্য ক্যাটাগরিতে আরো যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেনÑসেরা ফোক সিঙ্গার শাহনাজ বেলি, নৃত্যে আরসিনা প্রিয়া, সেরা প্রবাসী শিল্পী হাফিজুর রহমান, প্রবাসী জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী প্রিয়া, নৃত্যশিল্পী ভাবনা।
শিল্পীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, রায়হান জামান, ডা. মাসুদুর রহমান, বিলাল চৌধুরী, জাকারিয়া চৌধুরী, নূরুল আজিম, ফিরোজুল ইসলাম পাটোয়ারি, অ্যাটর্নি প্যারি ডি সিলভা, নূরুল আমিন, ডা. এনামুল হক, নূরুল আমিন বাবু, শাহ নেওয়াজ, সালাম ভুইয়া, নাসরিন আহমেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রেষ্ঠ অভিনেত্রী মিম এবং অভিনেতা শাকিব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ