Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয় ৪ নাইজেরীয় শিক্ষার্থী

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্টুডেন্ট ভিসায় বাংলাদেশে এসে চার নাইজেরীয় শিক্ষার্থী প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পাউন্ড ও ডলার এবং কোকাকোলা পুরস্কারের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনে ও ই-মেইলের মাধ্যমে বার্তা চালাচালি করে তারা ফাঁদ সাজায়। পরে বিভিন্ন ধরনের চার্জ পরিশোধের নামে তারা টাকা হাতিয়ে নেয়। এ অভিযোগে গত রোববার রাতে শাহআলীর একটি ফ্ল্যাট থেকে চার নাইজেরীয় শিক্ষার্থী ও তাদের বাংলাদেশি সহযোগি এক তরুণীকে গ্রেফতার করে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সদস্যরা। গ্রেফতারকৃত চার নাইজেরিয়ান তরুণ হলেন- মোহাম্মদ আউয়ালু আদামু (২৫), ওবায়দুবাহিমেন জেমস (২৯), ওলোনোফেমি ডানিয়েল (৩১), মো. আদামু (২৫) ও বাংলাদেশি নারী সহযোগী জয়ন আরা রিয়া (১৮)। চার নাইজেরিয়ান রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা লেখাপড়ার আড়ালে মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে।
গতকাল সকালে ধানমন্ডির ৪ নম্বর রোডে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্পেশালাইজড ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন (এসআইঅ্যান্ডও) ইউনিটের বিশেষ পুলিশ সুপার মো. আহসান হাবীব পলাশ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নাইজেরিয়ানরা এসএমএস বা ই-মেইলের মাধ্যমে প্রলোভন দেখিয়ে প্রতারণার (স্ক্যাম) মাধ্যমে অর্থ আত্মসাতের কারণে আগে থেকেই পরিচিত। বাংলাদেশেও তারা এ ধরনের প্রতারণা করে বেড়ায়। এমন একটি চক্রকে আমরা গ্রেফতার করেছি। প্রতারণার শিকার এক ব্যক্তি গত ২৭ ফেব্রুয়ারি পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। তিনি এই প্রতারক চক্রটিকে ৩৭ লাখ ৮৭ হাজার টাকা দিয়েছেন। তাকে চক্রটি বলেছিল তিনি কয়েকশ’ পাউন্ড ও ডলারের কোকাকোলা পুরস্কার পেয়েছেন। এরপর তার কাছ থেকে কয়েক দফায় ব্যাংকের মাধ্যমে এই টাকা আত্মসাত করে। তিনি শেষে বুঝতে পেরেছেন যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপরই তিনি মামলা করেন। পিবিআই মামলাটি তদন্ত শুরু করে এবং চক্রটিকে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয় ৪ নাইজেরীয় শিক্ষার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ