পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহের আসামিসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার তাদের অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া আলম জানান, বিডিআর বিদ্রোহের আসামি সৈয়দ এনামুল কবীর (৫০) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১১টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন।
মৃত এনামুল কবীরের শ্যালক হাফিজুর রহমান জানান, বিডিআর বিদ্রোহের সময় তার দুলাভাই (এনামুল কবীর) পিলখানায় ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। মামলায় তার ৭ বছরের সাজা হয়। এনামুল কবীর ছিলেন নড়াইল লোহাগড়া উপজেলার কুমাড়কান্দা গ্রামের বাসিন্দা।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অপর এক আসামি সেলিম রেজা (৪৫) অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুর ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।