Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচির সর্মথনে গতকাল (সোমবার) ছাত্রদল সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃতে বকশিবাজার এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি সকাল সাড়ে ৯টায় বকশিবাজার মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আলমগীর হাসান সোহান বলেন, ‘যদি অনতিবিলম্বে সরকার এই গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার না করে তবে সারাদেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে ছাত্রজনতা আন্দোলন গড়ে তুলবে। মিছিলে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রদল সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মুন্না, যুগ্ম সম্পাদক মির্জা ইয়াসিন আলী, সহসাধারন সম্পাদক রাজীব আহসান চৌধুরী পাপ্পু, অর্থসম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ সাংগঠনিক সম্পাদক রজিবুল ইসলাম, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পার্থদেব মন্ডল, সহ প্রশিক্ষণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আমিনুর রহমান আমিন, সিঃ যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম-সম্পাদক সৈয়দ সাইফুজ্জামান, সহসাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ, জিয়া হল শাখার আহবায়ক মেহেদী হাসান সজিব, এ এফ রহমান হল শাখার আহবায়ক আখতারুজ্জামান, জিয়াহল শাখার যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম শিমুল, জিহাদুল ইসলাম রঞ্জু, এফ রহমান হল শাখার যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন, সজিবুর রহমান, এসএমহল শাখার যুগ্ম-আহবায়ক রাজু আহম্মেদ, মুহাসিন হল শাখার যুগ্ম-আহবায়ক মিনহাজ আহম্মেদ প্রিন্স, মুজিব হল শাখার যুগ্ম-আহবায়ক সাদ্দাম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহসানুল করিম মিঠু, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এমদাদুল হক রয়েল, আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, শাকিল, সোহেল, শাহআলম, রিয়াজ, মেহেদী, নিজাম আকাশ, ঢাকা মহানগর পূর্বের বায়েজিদ, শাহাবাগ থানা ছাত্রদলের আক্তারুজ্জামান, দেলোয়ার, মিন্টু সহ বিভিন্ন শাখার অর্ধশতাধিক নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ