Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেলফি এক্সপার্ট অপো এফ৭ বাংলাদেশের বাজারে

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অপোর সেলফি এক্সপার্ট সিরিজের সর্বশেষ সংস্করণ এফ৭ বাংলাদেশের বাজারে উম্মুক্ত করা হচ্ছে। গতকাল (মঙ্গলবার) রাজধানীর র‌্যাডিসন বøু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৫ এপ্রিল থেকে অপো এফ৭ বাজারে পাওয়া যাবে। অনুষ্ঠানে ২৯ হাজার ৯৯০ টাকা দামের ৪ জিবি র‌্যামের ৬৪ জিবি ধারণক্ষমতার হ্যান্ডসেটটি উন্মোচন করা হয়। এফ৭ এর ৬জিবি র‌্যাম এবং ১২৮জিবি ধারণক্ষমতার ফোনটিও শিগগিরই বাজারে পাওয়া যাবে; যার দাম পড়বে ৩৫ হাজার ৯৯০ টাকা। অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং অনুষ্ঠানে বলেন, অপো এফ৭ বাংলাদেশে যাত্রা শুরু করছে। এটি অপোর প্রিমিয়াম ক্যাটাগরি এফ সিরিজের নতুন সংষ্করণ। অপোই বাংলাদেশে প্রথম সেলফি ফিচারে দ্বিতীয় প্রজন্মের এআই টোকনোলজি নিয়ে এসেছে। আশা করছি এফ৭ বাংলাদেশে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অপো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার তাসকিন আহমেদ বলেন, আশা করছি, এফ৭ এর ফিচারগুলোর মাধ্যমে ব্যাপক সাড়া ফেলবে। ২৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং রিয়েল-টাইম এইচডিআর প্রযুক্তির কারণে এফ৭ উজ্জ্বল সূর্যালোক কিংবা কম আলোতেও অসাধারণ উজ্জ্বল ছবি দেবে বলে অনুষ্ঠানে দাবি করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ