Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএটিবি’র শেয়ারপ্রতি ৬০ টাকা লভ্যাংশ অনুমোদন

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 

অর্থনৈতিক রিপোর্টার : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটি বাংলাদেশ) ৪৫ তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের সভাপতিত্বে সভায় কোম্পানির অধিকাংশ শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২০১৭ সালের আর্থিক বিবরণী, পরিচালকদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন পায়। পরিচালনা পরিষদ এবং শেয়ারহোল্ডাররা ২০১৭ সালের জন্য প্রস্তাবিত শেয়ার প্রতি ৬০ টাকা নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছেন। এছাড়াও শেয়ারহোল্ডাররা বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পরিষদের সঙ্গে স্বতঃস্ফূর্ত মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। ২০১৭ সালে বেসরকারি খাতে সর্বোচ্চ কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিএটিবি ১৬ হাজার ৪২৭ কোটি টাকা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য রাজস্ব বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। অধিকন্তু, কোম্পানির বিভিন্ন পদক্ষেপ টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ও জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ন ভ‚মিকা রাখছে। সভায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, কে এইচ মাসুদ সিদ্দীকি, মিকাইল শিপার, মোহাম্মদ আবদুল্লাহ, তাহমিনা বেগম, কাজী সানাউল হক এবং কোম্পানি সেক্রেটারি আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ