Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংকের অনুদান

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ব্যাংকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিভিন্ন ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করে। সকল ব্যাংকের অংশগ্রহনে গত ১৩ এপ্রিল শুক্রবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসব চেক তুলে দেন বিভিন্ন ব্যাংকের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। - বি.স.

প্রিমিয়ার ব্যাংক
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫(পাঁচ) কোটি টাকার চেক অনুদান স্বরূপ প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল হস্তান্তর করেন। এ সময় প্রিমিয়ার ব্যাংকের পরিচালক বি.এইচ. হারুন, এমপি এবং বিএবি (ব্যাংকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

ইউনিয়ন ব্যাংক
ইউনিয়ন ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১.০০ (এক কোটি টাকা) অনুদান প্রদান করেছে। গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। -বিজ্ঞপ্তি

এনআরবিসি ব্যাংক
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। গত শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতে চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শহিদ ইসলাম। - বিজ্ঞপ্তি

সিটি ব্যাংক
গণভবনে গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে ৫ কোটি টাকার চেক হস্তান্তর করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব ও পরিচালক রুবেল আজিজ। - বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গত ১৩ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ টাকার চেক তুলে দেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবুু এবং ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম। এ সময় বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) -এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

প্রাইম ব্যাংক
গত ১৩ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম ‘প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে’ ব্যাংকের পক্ষ থেকে পাঁচ (৫) কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা প্রদান করেছে। গত ১৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট গণভবনে এ চেক হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এবং ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও উর্ধ্বতন নির্বাহীগণ এ সময় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

এক্সিম ব্যাংক
গত ১৩ এপ্রিল গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১১ কোটি টাকার চেক শেখ হাসিনার হাতে তুলে দেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ নূরুল আমীন ফারুক এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। -বিজ্ঞপ্তি

এসবিএসি ব্যাংক
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। গত শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন। এ সময়ে এসবিএসসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ