পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো ঃ নগরীর সদরঘাট থানার যুগিচাঁদ মসজিদ লেন এলাকার প্রগতি বেকারির কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন অভিযানে নেতৃত্ব দেন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, প্রগতি বেকারির কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা। দীর্ঘদিনের পোড়া তেল এবং নোংরা ও ময়লাযুক্ত চিনির রসে খাবার তৈরি করা হচ্ছে। পাশাপাশি খাবার তৈরিতে ব্যবহৃত ডালডা খোলা জায়গায় দীর্ঘদিন ফেলে রাখার ফলে সেখানে ধুলোবালির আস্তরণ পড়ে গেছে। এ ছাড়া উৎপাদিত পাউরুটিতে আগাম তারিখ ব্যবহার এবং জেলির বদলে ব্যবহার করা হচ্ছে কেমিক্যাল জাতীয় পদার্থ। এসব কারণে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা জেলি, তেল, ডালডা এবং চিনির রস ধ্বংস করা হয়।
এদিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া আটা-ময়দা উৎপাদন ও বিপণনের অপরাধে নগরীর কালুরঘাট এলাকার এফআরজেড ফুড লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।