Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সিল্ক রোডের’ মাধ্যমে চীন ঋণ রফতানি করছে : আইএমএফ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিশ্বজুড়ে উচ্চভিলাষী বাণিজ্য অবকাঠামো প্রকল্প নিয়ে চীনকে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দে। গত বৃহস্পতিবার তিনি চীনের নীতিনির্ধারকদের অপ্রয়োজনীয় ও অস্থিতিশীল প্রকল্পের মাধ্যমে ঋণগ্রস্ত দেশগুলোকে আরো বিপদে ঠেলে না দেয়ার ব্যাপারে হুঁশিয়ার করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সিগনেচার প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নিয়ে বেইজিংয়ে আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন আইএমএফ প্রধান। এশিয়া থেকে আফ্রিকা ও ইউরোপের কয়েক ডজন দেশের মধ্যে বিস্তৃত সড়ক, রেল এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প বি আরআইয়ের ব্যয় ধরা হয়েছে ১ ট্রিলিয়ন ডলার। আইএমএফ প্রধান বলেছেন, বিআরআই প্রকল্পের মাধ্যমে অতি প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ সম্ভব। তবে ‘এতে ঋণের সমস্যাবহুল উল্লম্ফন ঘটতে পারে, ঋণ বেড়ে যাওয়ার কারণে অন্যান্য ব্যয়ের সুযোগ কমে আসবে এবং ঋণ পরিশোধে ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জ সৃষ্টি করবে। পুরো বিশ্বের সঙ্গে চীনকে সংযুক্ত করার এ প্রকল্পটিকে নতুন সিল্ক রোড হিসেবেও দেখা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘সিল্ক রোডের’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ