Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসায় ‘মঙ্গল শোভাযাত্রা’র নির্দেশনার প্রতিবাদে ঝড়

নির্দেশদাতাদের অপসারণের দাবি ইসলামী নেতৃবৃন্দের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ২:২৮ এএম, ১৪ এপ্রিল, ২০১৮

পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের স্কুল-কলেজের পাশাপাশি মাদরাসাকে বাধ্যতামূলকভাবে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করার শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন ইসলামি ধারার রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এ ধরণের নির্দেশ সম্পূর্ণ কোরান সুন্নাহ পরিপন্থী এবং সংবিধান বিরোধী। হিন্দু¦বাদী চিন্তা চেতনা ছাড়া কেউ এ ধরণের নির্দেশনা দিতে পারেন না। এই নির্দেশ মুসলমানরা মানতে পারে না; মাদরাসাগুলোর মানা উচিত নয়। বিৃবতিতে নেতৃবৃন্দ আরো বলেন, নজীরবিহীন এই নির্দেশনা পালনে কোন সরকারী কর্মকার্তা মঙ্গল শোভাযাত্রা বের করতে মাদরাসার ছাত্রদের এবং ছাত্রশিক্ষকদের বাধ্য করতে পারেন না। শুধু তাই নয়, মঙ্গল শোভাযাত্রা বের করার জন্য কোন কর্মকর্তা চাপা দিলে মুসলমানদের ধর্মীয় আক্বিদা ও ঈমান রক্ষার স্বার্থে তাদের চিহ্নিত করে বিচারের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল সমাবেশ ও পৃথক পৃথক বিবৃতিতে বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের শীষ নেতৃবৃন্দ এই হুশিয়ারী উচ্চারণ করেন।
হেফাজত ঢাকা মহানগর
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, বর্ষবরণের উৎসব কুরআন, সুন্নাহ ও সংবিধান বিরোধী। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে ১ লা বৈশাখে যে উৎসব করা হয় তা মুসলমানদের সংস্কৃতি নয়। এসব হচ্ছে হিন্দুয়ানী সংস্কৃতি এগুলোর সাথে শিরকী মতাদর্শ মিশ্রিত। সুতরাং এ জাতীয় উৎসবে কোন মুসলমান অংশ নিবে না। স্কুল-কলেজের সাথে মাদরাসায় বর্ষবরণের উৎসব পালন করার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ কোনভাবেই মানা হবে না। কোন মুসলমান ছাত্র-শিক্ষক এ নির্দেশ মানতে পারে না। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, হিন্দুয়ানী সংস্কৃতি পালনে বাধ্য করা ইসলাম বিরোধী এবং সংবিধানের স্বাধীনতা পালনের ধর্মীয় অধিকারের উপরে হস্তক্ষেপ। সমাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুজীবুর রহমান হামিদী ও মাওলানা আতাউল্লাহ আমীন প্রমূখ।
ওলামা লীগ
আওয়ামী ওলামা লীগ নেতৃবৃন্দ বলেছেন, ‘পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তির পালনে মুসলমানিত্ব যায় না’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। বক্তারা বলেন, ইনু বামপন্থী। এদেশের গণতন্ত্র নস্যাৎ করে সমাজতন্ত্র কায়েমই তার মূল উদ্দেশ্য। ইনু তো জানে না যে ইসলামে কোন ধরনের নববর্ষ পালন জায়েজ নয়। নববর্ষ পালনের উৎসব বিধর্মীদের থেকে। মহানবীর (সা) হিজরতের পর পবিত্র মদীনা শরীফে এলাকাবাসীর দুটি উৎসব বন্ধ করেছিলেন। একটি হচ্ছে বছরের প্রথম দিন উদযাপন বা নওরোজ; অন্যটির নাম ছিলো ‘মিহিরজান’। এ উৎসব দুটির বিপরীতে চালু হয় মুসলমানদের দুই ঈদ। (তাফসিরসমূহ) মূলতঃ নওরোজ বা বছরের প্রথম দিন পালন করার রীতি ইসলামে নেই, এটা পার্সী মজুসীদের (অগ্নিউপাসক) অনুকরণ। এ সম্পর্কে পবিত্র হাদীস শরীফে এসেছে: ‘যে ব্যক্তি কোন স¤প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের দলভুক্ত।’ তাই যে কোন নওরোজ সেটা থার্টি ফাস্ট নাইট হোক, পহেলা নববর্ষ হোক বিজাতীয় রীতি হিসেবে প্রতেকটি ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। এ সম্পর্কে ইমাম ফখরুদ্দীন উসমান বিন আলী আয যাইলায়ী বলেন, ‘নওরোজ ও মেলার নামে কিছু দেয়া নাজায়েয। এ দুই দিনের নামে প্রদত্ত হাদিয়া হারাম; বরঞ্চ কুফর’। (গ্রন্থ তাবইনুল হাকায়েক : ৬/২২৮)
ইমাম হাফস কবীর রহমতুল্লাহি বলেন, ‘নওরোজ বা বছরের প্রথম দিন উপলক্ষে যদি কেউ একটা ডিমও দান করে, তবে তার ৫০ বৎসরের আমল থাকলে তা বরবাদ হয়ে যাবে’। তাই পহেলা বৈশাখ পালন করলে মুসলমানিত্ব যায় না বামপন্থী ইনুর এ বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। অপরদিকে ইনু বলেছেন চৈত্র সংক্রান্তি পালন করলেও মুসলমানিত্ব যায় না। তাহলে তিনি কি মুসলমানদের পূজা করিয়ে হিন্দু বানাতে চান? কারণ পহেলা বৈশাখে হিন্দু স¤প্রদায়ের বিভিন্ন ধরনের পূজা এবং উৎসব রয়েছে। এগুলো হলো-১. হিন্দুদের ঘটপূজা, ২. হিন্দুদের গণেশ পূজা, ৩. হিন্দুদের সিদ্ধেশ্বরী পূজা, ৪. হিন্দুদের চৈত্রসংক্রান্তি পূজা-অর্চনা, ৫. মারমাদের সাংগ্রাই ও পানি উৎসব, ৬. চাকমাদের বিজু উৎসব (ত্রিপুরা, মারমা ও চাকমাদের পূজা উৎসবগুলোর সম্মিলিত নাম বৈসাবি), ৭. হিন্দু ও বৌদ্ধদের উল্কিপূজা, ৮. মজুসি তথা অগ্নি পূজকদের নওরোজ, ৯. হিন্দুদের বউমেলা, ১০. হিন্দুদের মঙ্গলযাত্রা, ১১. হিন্দুদের সূর্যপূজাসহ বিধর্মীদের বিভিন্ন পালনীয় দিবস রয়েছে (তথ্য উইকিপিডিয়া)। বক্তারা আরো বলেন, মুসলিম জনগণকে ইসলামহীন করার লক্ষ্যে এ অপতৎপরতা চালানো হচ্ছে। যেমন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, উলুধ্বনী দিয়ে, শাখা বাজিয়ে, মঙ্গল কলস সাজিয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু করা হয়। এছাড়া যেসব পশু-পাখী নিয়ে অমঙ্গল শোভাযাত্রা করা হয়, তাও এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের পরিপন্থী। কেননা সংখ্যালঘু একটি জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস মোতাবেক পেঁচা মঙ্গলের প্রতীক ও লক্ষীর বাহন, ইঁদুর গণেশের বাহন, হনুমান রামের বাহন, হাঁস স্বরসতীর বাহন, সিংহ দূর্গার বাহন, গাভী রামের সহযাত্রী, সূর্য দেবতার প্রতীক ও ময়ূর কার্তিকের বাহন।
মহানরগ জমিয়তে উলামায়ে ইসলাম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক বিবৃতিতে বলেছেন, মঙ্গল শোভাযাত্রা বানানো সুপরিকল্পিত। পেঁচা, কুমির, সাপ ইত্যাদি প্রাণির প্রতিকৃতি বুকে ধারণ করে নারি-পুরুষ এই ভাবে উৎসব করা সম্পূর্ণরূপে অনৈসলামিক কর্মকান্ড। এহেন অনৈসলামিক কার্যকলাপকে উৎসবের নামে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। যে দেশে রাষ্ট্রধর্ম ইসলাম, যে দেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহীম রয়েছে সে দেশে শিরকী মতাদর্শ সম্বলিত কোন উৎসব চলতে পারে না এবং এ জাতীয় উৎসবে কোন মুসলমান অংশ নিতেও পারে না। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশ মুসলমান মানে না। মাদরাসায়ও এ জাতীয় উৎসব পালন করার জন্য শিক্ষা মন্ত্রণালায়ের প্রজ্ঞাপন জারীর তীব্র প্রতিবাদ করে তিনি বলেন শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসার দাবি করেন।
খেলাফত মজলিস
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর থেকে সার্কুলারে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা পালনে বাধ্যতামূলক যে নির্দেশনা দেয়া হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানটি বিজাতীয় সংস্কৃতির অংশ। আবহমানকালজুড়ে পয়লা বৈশাখে এ ধরনের অনুষ্ঠান ছিল না। কিন্তু আশির দশকের পর থেকে বাংলাদেশে এর প্রচলন ঘটানো হয়। বিভিন্ন জীবজন্তুর মূর্তি নিয়ে শোভাযাত্রা, মুখে উল্কি আঁকা এবং নারী পুরুষের অবাধ বিচরণসহ বিভিন্ন অশ্লীল ও অনৈসলামিক কর্মকান্ডে ভরপুর থাকে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা। যেখানে কোন মুসলিম শরিক থাকতে পারে না। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রীদের এসব অনুষ্ঠানে বাধ্যতামূলক অংশগ্রহণের নির্দেশনা সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়ার শামিল। সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে তা কখনো মেনে নেয়া যায় না। মুসলিম শিক্ষার্থীদের ঈমান বিধ্বংসী রীতি পালনে রাষ্ট্র কখনো বাধ্য করতে পারে না।

 



 

Show all comments
  • আজগর ১৪ এপ্রিল, ২০১৮, ২:৩৩ এএম says : 2
    মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে ১ লা বৈশাখে যে উৎসব করা হয় তা মুসলমানদের সংস্কৃতি নয়।
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ১৪ এপ্রিল, ২০১৮, ৩:০২ এএম says : 2
    পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিক্ষামন্ত্রনালয় কর্তৃক সকল স্কুল কলেজ ও মাদ্রাসা সমূহকে বাধ্যতামূলকভাবে মঙ্গল শোভা যাত্রা বের করার নির্দেশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • কাওসার আহমেদ ১৪ এপ্রিল, ২০১৮, ৩:০৪ এএম says : 2
    মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানটি বিজাতীয় সংস্কৃতির অংশ। আবহমানকালজুড়ে পয়লা বৈশাখে এ ধরনের অনুষ্ঠান ছিল না। কিন্তু আশির দশকের পর থেকে বাংলাদেশে এর প্রচলন ঘটানো হয়।
    Total Reply(0) Reply
  • ফাহাদ ১৪ এপ্রিল, ২০১৮, ৩:২১ এএম says : 1
    ইসলাম যেটা হারাম ঘোষণা করেছ সেটা সর্বাবস্থায় হারাম, হাজার বছরের ঐতিহ্য হলেও হারাম, কোটি বছরের সংস্কৃতি হলেও হারাম
    Total Reply(0) Reply
  • রেজবুল হক ১৪ এপ্রিল, ২০১৮, ৩:২৪ এএম says : 2
    কুফর, শিরক, বিদআত আর সকলপ্রকার অপসংস্কৃতিকে উৎখাত করতেই ইসলামের আগমণ হয়েছে। অমুসলিমদের সাথে সাদৃশ্য হয় এমন সকল র্কাযকলাপও ইসলাম নিষিদ্ধ করেছে।
    Total Reply(0) Reply
  • রফিকুল ইসলাম ১৪ এপ্রিল, ২০১৮, ৩:২৬ এএম says : 1
    হিন্দুয়ানী সংস্কৃতি পালনে বাধ্য করা ইসলাম বিরোধী এবং সংবিধানের স্বাধীনতা পালনের ধর্মীয় অধিকারের উপরে হস্তক্ষেপ। যা সংবিধান বিরোধী।
    Total Reply(0) Reply
  • সফিক আহমেদ ১৪ এপ্রিল, ২০১৮, ৩:২৮ এএম says : 1
    আওয়ামী ওলামা লীগসহ যারা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষে আওয়াজ তুলেছে সকলকে মোবারকবাদ জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • Mohammed Islam ১৪ এপ্রিল, ২০১৮, ৫:২০ এএম says : 1
    These .......... in Government are making this a ......... country
    Total Reply(0) Reply
  • গনতন্ত্র ১৪ এপ্রিল, ২০১৮, ৫:৩৮ এএম says : 1
    জনগন বলছেন, “ মুহাম্মদের জাতি – ২০১৮ “ জাগো জাগো মুহাম্মদের জাতি কাঁধে মিলিয়ে কাঁধ, ধর্মের উপর সংস্কৃতি প্রধান্যে ষড়যন্ত্রে পেতেছে টেষ্ট ফাঁদ ৷ না করিলে সামনা এখন চেপে বসবে পরে ঘাঢ়ে, মাথা নাড়লেই হবে ক্ষতি জীবনও যেতে পারে ৷ হস্তক্ষেপে হস্তক্ষেপে আগুনে হাত আমাদের কি গন্ডারের চামড়া, ঈমানের জোর কি এতই কম ধর্ম রক্ষায় অপারগ আমরা ?
    Total Reply(0) Reply
  • Md. Abdus Sobhan ১৪ এপ্রিল, ২০১৮, ১০:২১ এএম says : 1
    পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিক্ষামন্ত্রনালয় কর্তৃক সকল স্কুল কলেজ ও মাদ্রাসা সমূহকে বাধ্যতামূলকভাবে মঙ্গল শোভা যাত্রা বের করার নির্দেশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • মুক্ত চিন্তা ১৪ এপ্রিল, ২০১৮, ৪:২৬ পিএম says : 0
    অজাচিত এইসব অনৈসলামিক কর্মকান্ড পালনে মুসলমানদের বাধ্য করে বোকা বানাতে চায়। তাই এর তিব্র ঘৃন্য প্রতিবাদ জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • AI ১৪ এপ্রিল, ২০১৮, ৪:৩৪ পিএম says : 0
    Muslims are misguided. Before Islam culture of certain areas were not in favour if Islamic way of life. Therefore, Muslim should avoid those culture. Always there were reform with the time and with requirement.
    Total Reply(0) Reply
  • ১৪ এপ্রিল, ২০১৮, ৮:০৭ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন ইসলামী দলসমুহের প্রতিবাদ ভাল লাগল।
    Total Reply(0) Reply
  • মোঃ জয়নুল আবেদীন ১৫ এপ্রিল, ২০১৮, ১০:২৪ এএম says : 0
    we are muslims and thats our only identity.
    Total Reply(0) Reply
  • ibrahim ১৬ এপ্রিল, ২০১৮, ৭:৪৫ পিএম says : 0
    ইসলাম যেটা হারাম ঘোষণা করেছ সেটা সর্বাবস্থায় হারাম, হাজার বছরের ঐতিহ্য হলেও হারাম, কোটি বছরের সংস্কৃতি হলেও হারাম
    Total Reply(0) Reply
  • Abdul wakil ১৬ এপ্রিল, ২০১৮, ৯:৪১ পিএম says : 0
    Thanks lslamic party but not thank for
    Total Reply(0) Reply
  • Mohammad Maniruzzaman ১৭ এপ্রিল, ২০১৮, ৪:৫৬ পিএম says : 0
    Be it Islamic or unislamic, joining a procession or not cannot be imposed by state. This is personal liking or disliking.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসায় ‘
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ