পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আসাম রাজ্যের বিজেপি-নেতৃত্বাধীন সরকারের অংশীদার অসম গণ পরিষদ (এজিপি) বৃহস্পতিবার জানিয়েছে, কেন্দ্রীয় সরকারকে হিন্দু বাংলাদেশীদের নাগরিকত্ব মঞ্জুর করতে দেবে না। এক সংবাদ সম্মেলনে এজিপি সভাপতি ও কৃষিমন্ত্রী অতুল বোরা বলেন, কেন্দ্র চায় হিন্দু বাংলাদেশীদের এখানে এনে তাদেরকে নাগরিকত্ব দিতে। আমরা এই ধারণা সমর্থন করি না। কারণ এটি ১৯৮৫ সালের ঐতিহাসিক আসাম চুক্তির বরখেলাপ।
তিনি বলেন, ধর্ম যাই হোক না কেন, সব অবৈধ বিদেশীকে আসাম থেকে বিতাড়িত করতে হবে। আসামীয় সমাজ সেক্যুলার। আমরা কখনো ধর্মের ভিত্তিতে অবৈধ বিদেশীদের বিভক্ত করি না।
বিষয়টি ব্যাখ্যা করতে এজিপি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবে বলেও বোরা জানান। তিনি বলেন, আসামের স্বার্থে আমরা রাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়তে দ্বিধা করব না।
এজিপি সভাপতির মতে, স্থানীয় জনসাধারণের প্রয়োজনের ব্যাপারে তাদের আঞ্চলিক দলটি সবসময়ই স্পর্শকাতর।দলের পক্ষ থেকে তিনি আশ্বাস দেন যে, কোনো অবৈধ বিদেশীর নাম হালনাগাদ করা আসামের জাতীয় নিবন্ধনে অন্তর্ভুক্ত করা হবে না। আর সত্যিকারের কোনো ভারতীয় নাগরিক তালিকা থেকে বাদ পড়বে না।
আগামী বছর লোকসভা ও আসাম রাজ্য বিধান সভার নির্বাচন একইসাথে হওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে এজিপি সভাপতি বলেন, কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে আলোচনা হতে হবে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।