পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলা নববর্ষ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদরাসায় মঙ্গল শোভাযাত্রা করার নির্দেশ দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী বলেন, স্বাধীনতার পর থেকে দেশের সকল মাদরাসায় ইসলাম ও শরীয়াহ্ এর মধ্যে থেকে ভিন্ন আঙ্গিকে বাংলা নববর্ষ উদযাপন করে আসছে। কিন্তু হঠাৎ করে সরকার মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করার নির্দেশ দানে আমরা অত্যন্ত ব্যথিত ও মর্মাহত। শতকরা ৯৫ ভাগ মুসলমানের দেশে ঈমান ও আকিদা ঠিকরেখে সময়ের সাথে তাল মিলিয়ে দেশও জাতীর উন্নয়নের শিক্ষাই মাদরাসা শিক্ষা। এ শিক্ষাব্যস্থার মাধ্যমে যেমনিভাবে সমাজ উপকৃত হয় ঠিক তেমনিভাবে মুসলমানদের নীতি নৈতিকতা, কুরআন-হাদীস চর্চাসহ মুসলিম কৃষ্টি-কালচারের মৌলিক শিক্ষা দেয়া হয়। এছাড়াও মাদরাসা শিক্ষা ধারায় জাতীয় ও আন্তর্জাতিক দিবসসহ বিভিন্ন প্রকার ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এমন একটি প্রতিষ্ঠানে হঠাৎ করে মঙ্গল শোভাযাত্রা পালনে সরকারের নির্দেশনার জন্য আমরা নিন্দা জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মাদরাসা শিক্ষা উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বস্তরের মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী ও পীর মাশায়েখগণ সরকারের সাদরাসা শিক্ষা উন্নয়নের বিষয়ে প্রশংসা করছে। ঠিক এই মুহুর্তে দেশের আলেম ওলামাগণের সাথে সরকারের দূরত্ব সৃষ্টি করার জন্যই মঙ্গল শোভাযাত্রার নির্দেশনা দেয়া হয়েছে বলে আমরা মনে করি। জমিয়াত নেতৃবৃন্দ সরকারের প্রতি আহŸান জানিয়ে বলেন, ভবিষ্যতে ইসলাম ও মুসলমানের নীতি নৈতিকতা পরিপন্থি ও ধর্মপ্রাণ মুসলমানের অস্তিত্বে আঘাত হানার মত স্পর্শকাতর বক্তব্য ও নির্দেশনা দেয়ার ক্ষেত্রে শর্ত থাকার অনুরোধ জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।