Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬১ করা উচিত -হাইকোর্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ৭:৫৭ পিএম

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬০ করাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একইসঙ্গে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ করা উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বুধবার মুক্তিযোদ্ধাদের বয়স সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতির গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণার সময় এ মন্তব্য করেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৬১ করা উচিত ছিল কিন্তু তা না করা বৈষম্য ও সংবিধানপরিপন্থী কাজ বলেও মন্তব্য করেন আদালত।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সিদ্দিকুর রহমান খান।

প্রসঙ্গত, গণকর্মচারীদের অবসরের বয়স প্রথমবার বাড়ানো হয় ২০০৯ সালের ১৩ ডিসেম্বর। এ সময় ১৯৭৪ সালের পাবলিক সার্ভিস রিটায়ারমেন্ট অ্যাক্ট সংশোধন করে মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়। পরে সর্বশেষ ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি আলোচ্য আইন পুনরায় সংশোধন করে সব ধরনের গণকর্মচারীর অবসরের বয়স ৫৯ বছর করা হয়। আর মুক্তিযোদ্ধা গণকর্মচারীর অবসরের বয়স করা হয় ৬০ বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ