পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : চলতি বছরের শুরু থেকে লেনদেনে বৃদ্ধির ধারাবাহিকতায় আগের সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড় লেনদেন ৬০০ কোটি ছাড়িয়ে গিয়েছিল। সপ্তাহ শেষে গড় লেনদেন হয়েছিল ৬২৮ কোটি ৯৮ লাখ টাকা। কিন্তু গত সপ্তাহে গড় লেনদেন নেমে এসেছে ৫০০ কোটি টাকার ঘরে। সপ্তাহশেষে গড় লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ৩৪ লাখ টাকা।
আগের সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ১৪৪ কোটি ৯০ লাখ টাকা। গত সপ্তাহে তা হয়েছে ২ হাজার ৯৪১ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমার এ হার ৬ দশমিক ৪৬ শতাংশ। এদিকে, লেনদেনের পাশাপাশি সূচক, বাজার মূলধনের পরিমাণও কমেছে।
তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত সপ্তাহে ১৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ডিএসইতে মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত ছিল ২১টির দর।
এদিকে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতনে সপ্তাহশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৭ দশমিক ১ পয়েন্ট। সূচক কমার এ হার ০ দশমিক ৭৯ শতাংশ। ৪৬৯৪ দশমিক ৯৫ পয়েন্ট দিয়ে সপ্তাহের লেনদেন শুরু হয়। সপ্তাহশেষে তা কমে দাঁড়িয়েছে ৪৬৫৭ দশমিক ৯৪ পয়েন্ট। আগের সপ্তাহে সূচক বেড়েছিল ১৮.৮৭ পয়েন্ট।
এদিকে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ কমেছে। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল ৩ লাখ ১৯ হাজার ৯২৬ কোটি টাকা। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১৯ হাজার ৩৬৮ কোটি টাকায়। সপ্তাহশেষে বাজার মূলধন বাড়ার হার ২ দশমিক ৫৭ শতাংশ।
সপ্তাহশেষে লেনদেনের শীর্ষে রয়েছে এমারল্ড অয়েল। কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১১৬ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার টাকার।
সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৯৬ শতাংশই লেনদেন হয়েছে এ কোম্পানির। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার কোম্পানি।
১১৫ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এ কোম্পানির। যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৯৬ শতাংশ। লেনদেনের তৃতীয় স্থানে থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজের সপ্তাহজুড়ে ৭৫ কোটি ১৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আইটি কনসালটেন্টস, বিডি থাই অ্যালমিনিয়াম, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, গোল্ডেন সান, ঢাকা ডায়িং, ইউনাইটেড এয়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।