পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ এবং পুনর্বাসনবিষয়ক মন্ত্রী উইন মিন্ত আই আজ কক্সবাজার সফরে আসছেন। সফরকালে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সূত্র এনটিভি।
সকাল ১১টায় উইন মিন্ত আই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং ১২টার দিকে মধুরছড়াস্থ আইওএম হাসপাতাল পরিদর্শন করবেন বলে সফরসূচি থেকে জানা গেছে।
গত বছরের ২৫ আগস্ট থেকে এই দফায় সাত লক্ষাধিক রোহিঙ্গাকে দেশত্যাগে বাধ্য করার পর এটিই হবে মিয়ানমারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তার প্রথম বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন।
রোহিঙ্গা প্রত্যাবাসনে চলতি বছরের ১৬ জানুয়ারি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামের একটি চুক্তি করা হয়। চুক্তিতে প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে তা সম্পন্ন করা হবে বলে উভয়পক্ষ সম্মত হয়।
পরবর্তী সময়ে মিয়ানমারের রাজধানী নেপিডোতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র সচিব পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে চুক্তিটি চূড়ান্ত রূপ পায়। জেডব্লিউজির বৈঠকে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বাংলাদেশের এবং মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে তাঁর দেশের নেতৃত্ব দেন।
চুক্তি অনুযায়ী, প্রতিদিন ৩০০ জন রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। তিন মাস পর এই সংখ্যা আবার পর্যালোচনা করে বাড়ানো হবে এবং শুরু হওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে প্রক্রিয়াটি শেষ হবে। প্রাথমিকভাবে চুক্তির দুই মাসের মধ্যে ওই প্রক্রিয়াটি শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা শুরু হয়নি।
এদিকে বাংলাদেশ সরকার দ্বিতীয় ধাপে অতি শিগগিরই নাম-ঠিকানা সম্বলিত ১০ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে। এর আগে এক হাজার ৬৭৩টি রোহিঙ্গা পরিবারের ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হয়েছিল। মূলত রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির আওতায় বাংলাদেশ এসব রোহিঙ্গাদের তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।