Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগরীর পানিবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে ২৫ দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর পানিবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে ২৫ দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নালা থেকে মাটি ও আবর্জনা উত্তোলন এবং মশার ডিম ধ্বংসকারী ‘লার্ভিসাইড’ স্প্রে করে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ উদ্বোধন করেন। গতকাল (মঙ্গলবার) আন্দরকিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পানিবদ্ধতা নিরসন ও মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাছির বলেন, চট্টগ্রামকে শতভাগ পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে। প্রিয়নগরী চট্টগ্রামকে সন্তানের মতো লালন করতে হবে। গ্রিন ও ক্লিন সিটি রূপান্তরে ড্রেনেজ ব্যবস্থা চালু করেছি। অচিরেই নগরীকে দুর্গন্ধ ও মশকমুক্ত করা হবে।
আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মেয়র আরও বলেন, আগামী ৫ মে পর্যন্ত ক্র্যাশ প্রোগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে চলমান থাকবে। ক্র্যাশ প্রোগ্রাম শেষে মেয়র বলেন, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্ন সেবক সকলে মিলে নগরীর ৪১টি ওয়ার্ডে একসাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান প্রতিমাস অন্তর অন্তর পরিচালিত হবে। তিনি বলেন, যেকোন ঝুঁকি নিয়ে নান্দনিক ও পরিবেশ বান্ধব নগরী গড়ার প্রত্যয় বাস্তবায়ন করা হবে। প্রতি ওয়ার্ডে ৫শ’ পরিচ্ছন্ন কর্মী নালায় লার্ভিসাইড ছিটানোর কাজে নিয়োজিত থাকবে। এক সাথে প্রতিদিন ৫টি ওয়ার্ডে এ অভিযান চলবে। এসময় উপস্থিত ছিলেন জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতা বেলায়েত হোসেন প্রমুখ।
চিকিৎসকদের আরও দায়িত্ববোধ প্রয়োজন
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চিকিৎসকদের আচার, আচরণ ও দায়িত্ববোধ অনেক বেশি গ্রহণীয় হওয়া প্রয়োজন। আন্তরিকতার সাথে ডাক্তার দায়িত্ব পালন করলে মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে। শুধু স্বাস্থ্য খাতে বছরে প্রায় ১৩ কোটি টাকা ভর্তুকি দেয়া হয়। গতকাল নগরভবনে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসকদের সমন্বয় সভায় মেয়র একথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মশা

১৫ সেপ্টেম্বর, ২০১৯
২০ আগস্ট, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ