Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পাঠানকোট হামলা - তদন্তকারী মুসলিম অফিসারকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক

ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার তদন্তকারী সংস্থা এনআইএয়ের এক অফিসারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডিএসপি মোহাম্মদ তানজিল পাঠানকোটে হামলার তদন্তের দায়িত্বে ছিলেন। পরিবারের সঙ্গে শনিবার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে নিজের গাড়ি চালিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন তানজিল।
সেই সময় উত্তর প্রদেশের বিজনৌরের কাছে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা মোটরসাইকেলযোগে এসে তাঁর গাড়ি আটকায়। তার পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তানজিল ও তাঁর পরিবারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তানজিলকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত হয়ে তার স্ত্রী দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন। পুলিশ সূত্রে খবর, পাঠানকোট হামলা ছাড়াও অন্যান্য জঙ্গি হামলার তদন্তের দায়িত্বেও ছিলেন এনআইএ’র এই ডেপুটি পুলিশ সুপার। কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে হামলা হলো নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। সেটাই এখন খোঁজার চেষ্টা করছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঠানকোট হামলা - তদন্তকারী মুসলিম অফিসারকে গুলি করে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ