পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষার সময় কীভাবে কমিয়ে আনা যায়, তা খুঁজে বের করতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, দীর্ঘ পরীক্ষা অর্থহীন গতকাল (রোববার) এইচএসসি পরীক্ষার প্রথম দিন ঢাকার সিদ্ধেশ্বরী সরকারি গার্লস কলেজ কেন্দ্র ঘুরে দেখার পর মন্ত্রী এসব কথা বলেন। নাহিদ বলেন, পরীক্ষা কমিয়ে নিয়ে আসার জন্য কাজ করছি। দীর্ঘ পরীক্ষা অর্থহীন। যাচাই করে নিতে হবে প্রকৃত অর্থেই শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে নিতে পেরেছে কি না। এ বছর ৯ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা শেষে ১১ থেকে ২০ জুনের মধ্যে হবে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে লেগে যাবে প্রায় তিন মাস। এর আগে ৩১ জানুয়ারি থেকে দেড় মাস ধরে চলে মাধ্যমিকের তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা। এই দু’টি বড় পাবলিক পরীক্ষার কারণে নির্বাচনসহ রাষ্ট্রীয় অনেক কর্মসূচি ঠিক করতে প্রতি বছরই হিমশিম খেতে হয় সরকারকে। শিক্ষার্থী ও অভিভাবকদেরও দীর্ঘ সময় ধরে পরীক্ষার চাপ নিতে হয়। সকালে পরীক্ষা শুরুর সময় ঢাকার যানজটের মাত্রা আরও অনেক বেড়ে যায়। শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, আমরা পাবলিক পরীক্ষা বড় জোর ৫-৬ দিনের মধ্যে নিতে চাই। এটা আমার ব্যক্তিগত মত। সেইসঙ্গে পুরো শিক্ষা পদ্ধতির আমূল সংস্কারের পরিকল্পনাও রয়েছে জানিয়ে তিনি বলেন, তা এখনই নয়। অভিভাবক ও দেশবাসীকে আমরা বিষয়টি বোঝানোর চেষ্টা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।