পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন, অতীতের সব সরকার কওমী মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দ্যেশ্য হাসিলে ব্যবহার করেছে। অথচ শেখ হাাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তাদের সম্মান ও মর্যাদা পুন:প্রতিষ্ঠিত করেছে। সা¤প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়ে আগামী নির্বাচনে নৌকাকে পুনরায় জয়যুক্ত করার আহŸান জানান পলক। গতকাল শনিবার দুপুরে সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে চলনবিল আন্ত:মাদরাসা কেরাত, আযান, হামদ, নাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উচ্চ শিক্ষিত পরিবারের সন্তনরা হলি আর্টিজেন হামলার মাধ্যমে জানান দিয়েছে বাংলাদেশের কওমী মাদরাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদের সাথে জড়িত নয়। মাদরাসা শিক্ষার প্রতিটি স্তরে ইসলামী সংস্কৃতি চর্চার ধারা অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। সিংড়া দমদমা আল-জামিয়াতুল কুরআনিয়া মাদরাসার মুহতামিম আলহাজ হযরত মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, ওলামা লীগ সভাপতি আব্দুস শুকুর, জেলা পরিষদ সদস্য আল আজাদ সানা, আওয়ামী লীগ নেতা দিদার হায়াত প্রমুখ। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫ জনকে ক্রেস্ট ও ২৩৫ জনকে সনদ প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।