পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : নগরীর আকবর শাহ মাজার এলাকা থেকে বন্ড সুবিধায় আনা কাঁচামালে তৈরি ফ্যান খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। গতকাল (রোববার) রফতানিযোগ্য ফ্যানগুলো কুষ্টিয়া নিয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানটি আটক করা হয়। এসব পণ্যের বর্তমান বাজার মূল্য এক কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. জাকির হোসেন বলেন, চট্টগ্রামের মেসার্স গোল্ডেন সান নামে একটি বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান তৈরি পণ্য রফতানি করতে কাঁচামাল আমদানি করে। কিন্তু সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে রফতানি পণ্য খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা আগে থেকেই আকবর শাহ মাজার এলাকায় অবস্থান নেয়। পরে ফ্যান ভর্তি কাভার্ড ভ্যানটি আটক করা হয়। গত বুধবার একই প্রতিষ্ঠানের ফ্যান ভর্তি দুটি কাভার্ড ভ্যান আটক করেছিল শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।