Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্প উন্নয়নে শাল বাগানের বেত

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা ঃ দিনাজপুরের সামাজিক বন বিভাগের অধীনে চরকাই ফরেস্ট রেঞ্জের নবাবগঞ্জ ভাদুরিয়া বিটে শাল বাগানের মধ্যে রোপণ করা উন্নত মানের বেত দেশের শিল্প উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। এই ২ শাল বাগানে শাল গাছের সহায়তায় সাথি ফসল হিসেবে ২০০১ সালে বাঁশ, বেত ও মুর্তা প্রকল্পের আওতায় নবাবগঞ্জ সদর বিটে বড় জালালপুর, জগন্নাথপুর, আলোকধুতি, মাড়াষ ও ভাদুরিয়া বিটে ৩শ’ ১১ বাইশ একর বনে রোপণ করা হয়েছে উন্নত জাতের এই বেত। সদর বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার সরকার জানান বনে কররা, বুদুম জাতের বেত চাষ হচ্ছে। দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. রফিকুজ্জামান জানান শালগাছের সহায়তায় বেতগুলো ৪০ থেকে ৫০ ফিট লম্বা হয়। এলাকার হতদরিদ্র শ্রেণীর মানুষকে উপকারভোগী নির্বাচন করে বেত বাগান সৃজিত হয়েছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, বেতগুলো সতেজ ও বড় আকারে শালগাছ বেয়ে প্রাকৃতিক সুন্দর্য্যে সভাবর্ধন করেছে। চরকাই ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা গাজী মো. মনিরুজ্জামান চৌধুরী জানান, বাগানের মেয়াদ শেষ হলে বেতগুলো বিক্রয়লব্ধ চেকের মাধ্যমে নির্বাচিত উপকার ভোগীদের মাঝে বিতরণ করা হবে। উপকার ভোগীরা জানান, বেত বাগান বিক্রির টাকা পেয়ে তারা পরিবারের আর্থিক দৈন্য দশা ঘোচাবেন। ওই বিটের বনপ্রহরী আব্দুল ওহায়াব ও নুরুল ইসলাম তারা জানান, দিন রাত সর্বক্ষণিক পাহারায় রত আছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্প উন্নয়নে শাল বাগানের বেত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ