Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ই-কমার্স সপ্তাহ শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দেশের ই-কমার্স খাতের কাক্সিক্ষত উন্নয়ন ত্বরান্বিত করার উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আজ শনিবার ই-কমার্স দিবস এবং ৭-১৩ এপ্রিল ই-কমার্স সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে। ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল বলেন, প্রতিবছরের মতো এবারও ই-ক্যাব আজ শনিবার ৭ এপ্রিল ‘ই-কমার্স দিবস’ এবং ৭-১৩ এপ্রিল ‘ই-কমার্স সপ্তাহ’ উদযাপন করবে। ৭২১টি সদস্য কোম্পানিসহ সারাদেশের ই-কমার্স সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও ই-কমার্স উদ্যোক্তারা এ উদযাপনে যোগদান করবেন। সংবাদ সম্মেলনে ই-ক্যাবের সভাপতি শমী কায়সার ই-কমার্স সপ্তাহ ও ই-কমার্স দিবস উদযাপনের পটভূমি ও মূল প্রতিপাদ্য বিষয় ‘বাণিজ্য থেকে ই-বাণিজ্য’-এর গুরুত্ব তুলে ধরেন এবং ই-কমার্স খাতের বিকাশ ও প্রসারে দেশের প্রায় ৭০ লাখ নিবন্ধিত ব্যবসায় প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যবসায় রূপান্তর এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের পাশের দেশেও ই-কমার্স পলিসি অনেক দেরিতে হয়েছে। এ পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অত্যন্ত দক্ষতার সঙ্গে ই-ক্যাব কাজ করে যাচ্ছে। গত চার বছর ধরে এই সেক্টর যেভাবে কাজ করছে আপনারা তা পত্রিকায় তুলে ধরবেন। এ বিষয়ে প্রচার প্রচার করবেন। এভাবে চললে ই-কমার্স গার্মেন্টস সেক্টরকেও ছাড়িয়ে যাবে বলে আশা করছি। ই-ক্যাব প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন, এ আয়োজন দেশের ই-কমার্স খাতের বিকাশ এবং এ বিষয়ে প্রচার ও প্রসারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা সারাদেশের ব্যবসায়ী সম্প্রদায়কে তাদের ব্যবসায় ই-বাণিজ্য প্রক্রিয়ায় রূপান্তরিত করতে উৎসাহিত করবে। আয়োজকরা আরও জানান, এ উপলক্ষে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) ও ই-ক্যাবের যৌথ উদ্যোগে এবং এসএসএল কমার্সের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আজ শনিবার বিকাল ৫টায় আইসিটি বিভাগের বিসিসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ই-কমার্স

১ ফেব্রুয়ারি, ২০২২
২৬ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ