পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দীর্ঘ মন্দার পর অবশেষে চলতি সপ্তাহে বাজার ঘুরে দাঁড়ায়। অবশ্য আগের সপ্তাহের শেষদিনেও সূচক ও লেনদেন ইতিবাচক ছিল। শেষ সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন সূচক বেড়েছে, কমেছে মাত্র একদিন। আর চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ইতিবাচক হয় ২৪৩ পয়েন্ট। দৈনিক লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে ৬০০ কোটির কাছাকাছি পৌঁছেছে। সূচক ও লেনদেন ইতিবাচক হওয়াতে সব শ্রেণির বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় হয়েছেন। ফলে বাজার এখন ইতিবাচক ধারায় অবস্থান করছে।
গত বৃহস্পতিবার ডিএসইতে ৬০ শতাংশ শেয়ারদর বেড়েছে, কমেছে ২৬ শতাংশের। অপরিবর্তিত ছিল ১৩ শতাংশ শেয়ারের দর। এদিন প্রকৌশল ও ওষুধ এবং রসায়ন খাতে বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। তবে সবচেয়ে বেশি আগ্রহ ছিল বিবিধ খাতের শেয়ারে। সবচেয়ে বেশি ১৭ শতাংশ লেনদেন ব্যাংক খাতে হলেও এ খাতে ৬০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। লেনদেন কমেছে ২৬ কোটি টাকা। ব্র্যাক ব্যাংকের ৩৫ শতাংশ মুনাফা বৃদ্ধির খবরে গত বৃহস্পতিবার ব্যাংকটির ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয় এবং দর বেড়েছে তিন টাকা ৭০ পয়সা। সিটি ও মার্কেন্টাইল ব্যাংকও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অবস্থান করে। প্রকৌশল খাতে লেনদেন হয় ১৭ শতাংশ। এ খাতে লেনদেন কমেছে প্রায় ১৭ কোটি টাকা। তবে ৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। এ খাতের রেনউইক যজ্ঞেশ্বর, উসমানিয়া গøাস ও দেশবন্ধু পলিমার দর বৃদ্ধির শীর্ষ দশে উঠে আসে। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ১১ শতাংশ। এ খাতের ৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। বেক্সিমকো ফার্মার সাড়ে ১১ কোটি ও স্কয়ার ফার্মার ১০ কোটি করে টাকার লেনদেন হয়। বস্ত্র খাতে লেনদেন হয় ১১ শতাংশ। এ খাতে ৬৬ শতাংশ শেয়ারের দর ইতিবাচক ছিল। লেনদেন কমেছে সোয়া ছয় কোটি টাকা। তবে বিবিধ খাতে লেনদেন হয় ১০ শতাংশ বা ৪৯ কোটি টাকা। এ খাতে লেনদেন বেড়েছে প্রায় ২৪ কোটি টাকা এবং ৮৩ শতাংশ শেয়ারের দর ইতিবাচক ছিল। এ খাতের বেক্সিমকো কোম্পানিটির দর আট শতাংশের বেশি বেড়ে দর বৃদ্ধির শীর্ষে এবং ৪০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়ে লেনদেনের শীর্ষে উঠে আসে। এছাড়া উসমানিয়া গ্লাসের দর বেড়েছে প্রায় ছয় শতাংশ। সেবা ও আবাসন খাতের ইউনিক হোটেল এবং রিসোর্টের ১৫ কোটি টাকার এবং তথ্য ও প্রযুক্তি খাতের আমরা নেটের ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।