Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা জুট মিল শ্রমিকদের দাবি আদায়ে সন্তানদের বিক্ষোভ

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো ঃ খুলনায় শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থী জুট মিল শ্রমিকদের সন্তান। রাষ্ট্রায়ত্ত জুট মিলস সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল (রবিবার) বেলা ১১টায় আটরা শিল্পাঞ্চলের খুলনা-যশোর মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। ইস্টার্ণ ও আলীম জুট মিলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘খাতা দাও, কলম দাও, পেটে ভাত দাও, মিল চালু করে বাঁচার মতো বাঁচতে দাও’ ইত্যাদি ¯েøাগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেয়।
রোববার সকাল সাড়ে ৯টায় খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার ষ্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইর্ষ্টাণ, নওয়াপাড়া শিল্পা এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিল স্কুলের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে স্ব স্ব মিল গেটের সামনে সমবেত হয়। সেখান থেকে শ্রমিকদের সাথে বিক্ষোভ মিছিল করে রাজপথে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয় শিক্ষার্থীরা। খালিশপুরে বিআইডিসি রোড, দিঘলিয়ার ষ্টার জুট মিল গেটের সামনে, আটরা ও নওয়াপড়া শিল্প এলাকার খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচী চলাকালে পৃথক পৃথক ভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়। খালিশপুরস্থ ক্রিসেন্ট মিলের মানববন্ধনে বক্তব্য রাখেন, রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মো. সোহরাব হোসেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. শাহ আলাম, ক্রিসেন্ট সিবিএ’র সভাপতি মো. দ্বীন ইসলাম, ইউনুস হাওলাদার, জাহিদ হোসেন জাহাঙ্গীর, চান মিয়া সেলিম, ইসমাইল হোসেন । পাটিনাম মিলের মানববন্ধনে বক্তব্য রাখেন সিবিএ সভাপতি কাওসার আলী মৃধা, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক সভাপতি নুরুল হক, সহ সভাপতি তরিকুল ইসলাম, শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া, আশরাফ হোসেন, সহ-সভাপতি রুস্তুম আলী, মো. শাহ আলম, মনির হোসেন, বেলল হোসেন। দিঘলিয়া ষ্টার মিলের মানববন্ধনে বক্তব্য রাখেন সিবিএ’র সভাপতি মো. বেলাল মলিক ,সাধারন সম্পাদক আঃ মান্নান, বেলায়েত হোসেন, আবু হানিফ। আটরা শিল্পাঞ্চল এলাকার আলীম মিলের মানববন্ধনে বক্তব্য রাখেন সিবিএ’র সভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক আঃ রশীদ, মুজিবর রহমান, মকবুল হোসেন। ইষ্টার্ন মিলের মানববন্ধনে বক্তব্য রাখেন সিবিএ’র সভাপতি মো. আলাউদ্দীন, এস এম জাকির হোসেন, তবিবর রহমান, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম লিয়াকত হোসেন। নওয়াপাড়া শিল্পাঞ্চল এলাকার জেজেআই মিলের মানববন্ধনে বক্তব্য রাখেন সিবিএ’র সভাপতি আহসান উলা, সিবিএ সাধারণ সম্পাদক হারুন আর রশিদ মলিক, আলতাফ হোসেন, আইয়ুব আলী। কার্পেটিং মিলের মানববন্ধনে বক্তব্য রাখেন সিবিএ’র সভাপতি মোঃ জাহিদুল ইসলাম লাল, সহ-সম্পাদক কামরুজ্জামান। একই দাবিতে রাষ্ট্রায়ত্ত জুট মিলগুলোতে সোমবার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে রোববার ইস্টার্ণ জুট মিলস এলাকায় অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। সোমবার সকাল ৬টা থেকে খুলনায় রাষ্ট্রায়ত্ত সকল জুট মিলে ধর্মঘট পালিত হবে বলেও জানান শ্রমিকনেতারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা জুট মিল শ্রমিকদের দাবি আদায়ে সন্তানদের বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ