Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টে প্রতিবেদন ২৪ শিল্পপ্রতিষ্ঠান সুন্দরবনের জন্য হুমকি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিশ্বঐতিহ্য সুন্দরবনের আশপাশে ১০ কিলোমিটারের মধ্যে ১৯০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ২৪টি প্রতিষ্ঠান লাল শ্রেণিভুক্ত, যা পরিবেশের জন্য ব্যাপকভাবে হুমকিস্বরূপ এবং এসব প্রতিষ্ঠান ওই এলাকায় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী সময়ে শুনানির জন্য আগামী ৮ মে দিন নির্ধারণ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সরকারের পক্ষ থেকে দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে ১৯০টি শিল্পপ্রতিষ্ঠান আছে, যার মধ্যে ২৪টি লাল ও বাকিগুলো কমলা ও সবুজ শ্রেণির। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪টি প্রতিষ্ঠান পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন আদালত।
প্রতিবেদন দাখিলের পর আদালত বলেছেন, ১৯৯৯ সালের ৩০ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশগত প্রতিপন্ন এলাকায় লাল শ্রেণির শিল্পপ্রতিষ্ঠান থাকার সুযোগ নেই। কারণ, এগুলো মাটি, পানি ও বায়ু ব্যাপকভাবে দূষিত করে। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৮ মে পরবর্তী সময়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। এর আগে গত বছর ২৩ আগস্ট হাইকোর্ট সুন্দরবনের আশপাশে নতুন শিল্পকারখানা অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্টের একটি বেঞ্চ। একই সঙ্গে নতুন শিল্পকারখানা কেন অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সুন্দরবনের আশপাশে ১০ কিলোমিটারের মধ্যে থাকা শিল্পকারখানা অন্যত্র সরিয়ে নিতে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি শেখ ফরিদুল ইসলাম গত বছরের ৪ এপ্রিল হাইকোর্টে একটি রিট দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্টে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ