পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সদ্য অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৬৩৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ৪৪৪টি আসন। আর বিএনপি পেয়েছে ৬১টি আসন। গত ৩১ মার্চ ভোটগ্রহণের পর দু’দিন ধরে মাঠপর্যায় থেকে পাঠানো ফলাফলের ভিত্তিতে তৈরি করা নির্বাচন কমিশনের (ইসি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা গেছে, ৩৩টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ভোট হয়েছে ৬০৫টি ইউপিতে। এগুলোর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ৪১১টি আসন। অর্থাৎ ক্ষমতাসীন দলটি মোট ৪৪৪টি ইউপিতে চেয়ারম্যান পদে জয়লাভ করেছে আর বিএনপি পেয়েছে ৬১টি আসন। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, জাতীয় পার্টি ৩টি, জাতীয় পার্টি (জেপি) ২টি, অন্যান্য ১ ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১১৫টি আসন।
অনিয়মের কারণে ১১টি ইউপির ফলাফল প্রকাশ করা হয়নি। এসব ইউপির মোট ৩৩টি কেন্দ্রের ভোটগ্রহণ অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে।
ইসি জানায় ৬০৫টি ইউপিতে ১ কোটি ৬ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮০ লাখ ৪৫ হাজার। ভোটারের উপস্থিতি ছিল ৭৬ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।