Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবর্তন হলো ৫ জেলার নামের ইংরেজি বানান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ৬:৩৪ পিএম

পাঁচ জেলার ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। সোমবার (০২ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বানান পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়।

ইংরেজি বানান পরিবর্তন হওয়া এই পাঁচ জেলা হলো চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া। এর মধ্যে নতুন নিয়মে চট্টগ্রামের নাম হবে Chattogram, কুমিল্লার হবে Cumilla, বরিশাল হবে Barishal, যশোর Jashore ও বগুড়া হবে Bogura.

পূর্বে যথাক্রমে এসব জেলার নামের ইংরেজি বানান ছিল Chittagong, Comilla, Barisal, Jessore ও Bogra.

নিকারের বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার ) এন এম জিয়াউল আলম।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৩ এপ্রিল, ২০১৮, ৭:৫৫ পিএম says : 0
    এই সংবাদটা পাঠ করে প্রথমেই আমার মনেপরে হুসেইন মোহাম্মদ এরশাদের কথা। তিনি প্রথম আমাদের ভাষা বাংলা ভাষাকে প্রধান্য দিয়ে এই ভাষা সর্বস্তরে প্রয়োগ করেছিলেন। শুধু তাই নয় তিনি প্রথম বাংলা ভাষার উচ্চারন অনুসারে রাজধানী ঢাকার নামের বানান ইংরেজদের দেয়া ইংরেজিতে উচ্চারন করলে শুনা যেত “ডাক্কা” সেটাকে তিনি বাংলা উচ্চারনের মত করে ইংরেজী বানান করেছিলেন। কিন্তু এর পর যদিও আমাদের মনে আশাছিল পরবর্তী সরকার এই ধারা চালু রেখে দেশের যত বাংলা নাম আছে সবই বাংলা উচ্চারনে ইংরেজী বানান করা হবে। কিন্তু আমাদের দেশের প্রচলন যে, কোন দল বা দলের বাইরে কেহ ভাল কিছু করে গেলে সেটা পরের সরকার আর মানেন না। কিন্তু আমি বিভিন্ন বিষয়ে দেখেছি এই ভাবটা জননেত্রী শেখ হাসিনার মধ্যে নেই তিনি উপজেলা পদ্ধতী এরশাদ করেছিল কিন্তু বিএনপি এসে এটাকে সম্পূর্ণ বাতীল করেছিল। যেহেতু এই প্রথা দেশের জন্য মঙ্গল কর তাই পরবর্তীতে হাসিনার সরকার এটা চালু করেছেন কিন্তু আর্থিক কারনে এরশাদ যেভাবে প্রথাটা চালু করেছিলেন অবিকল সেভাবে করেন নি। আবার এই যে, দেশের অনেক বাঙলা নাম ইংরেজরা বিকৃত ভাবে বানানের মধ্যমে করে গেছেন এর পরিবর্তন এরাশাদ শুরু করেছিলেন তাই পরের সরকার বিএনপি সেটা আর চালু রাখেনি। এখন আওয়ামী লীগ জনগণের স্বার্থে এরশাদের ধারাটা পুনঃ প্রচলনে নেমেছেন এটা অবশ্যই প্রশংসার দাবীদার। আমি জননেত্রী শেখ হাসিনাকে জানাই লাল সবুজের সালাম। আল্লাহ শেখ হাসিনাকে তাঁর দায়িত্ব আল্লাহর নির্দেশ মোতাবেক করার ক্ষমতা দান করুন। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলার নাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ