পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ন্যায়বান মানুষ তৈরি করা, ন্যায়সঙ্গত শাসন ব্যবস্থা তৈরি রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়সঙ্গত শাসনব্যবস্থা থাকলে মানুষ এমনিতেই ভালো হয়ে যায়। শাসন ব্যবস্থায় দুর্বলতা থাকলে মানুষ চাইলেও ভালো হতে পারে না। গতকাল মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে দুদক আয়োজিত দুর্নীতি বিরোধী সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ন্যায়ানুগ পথে জীবন পরিচালনা করতে পারলে তাতে তৃপ্তি আছে। শুধু অর্থের পিছনে ছুটলে সাফল্য আসতে পারে, কিন্ত পরিতৃপ্তি আসবে না। সাফল্য যে কোনো সময় ¤øান হতে পারে, এটা ক্ষণস্থায়ীও কিন্তু পরিতৃপ্তির ভঙ্গুরতা নেই, এটা অ¤øান।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আরো বলেন, দুদকের দুই ধরনের দায়িত্ব; একটি অপরাধীকে শাস্তি দিয়ে দমন করা, অন্যটি অপরাধীর বিবেককে ভালোবাসা দিয়ে জাগিয়ে তোলা। দমন করে কতটুকু সফল হওয়া যাচ্ছে তা আমরা দেখছি। মানুষের হৃদয়কে জাগিয়ে তুলতে হবে। ভালবাসা দিয়ে অপরাধের বিরুদ্ধে এক ধরনের শক্তি গড়ে তুলতে হবে। যার মাধ্যমে দুর্নীতি দূর হবে। দুটোকে যদি আমরা পাশাপাশি বাস্তবায়ন করতে না পারি... শুধু একটি পথে দুর্নীতি দূর হবে না। তিনি বলেন, শুধু অর্থ হলে চলবে না, আমাদের পরিতৃপ্তি চাই। আমাদের ন্যায় চাই। নীতিবান একটি হৃদয় ও দেশ চাই।
আগামী প্রজন্মের সুকোমল হৃদয় যাতে নীতি নিয়ে প্রস্ফুটিত হয়, সেজন্য দুদক গভীরভাবে চেষ্টা করবে এবং বিভিন্ন উদ্যোগ নেবে বলে প্রতিশ্রæতি দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুর্নীতি দূর করা দুদকের একার পক্ষে সম্ভব নয়। সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে গেলে সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ হতে হবে। ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়, রাজনীতিসহ সমাজ, পরিবেশ সবকিছুকে কলুষিত করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব ড. মোঃ শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ)ড. মোঃ জাফর ইকবাল এবং পুরস্কার বিজয়ীদের পক্ষে বক্তব্য দেন অর্নব দাশ, ফাতেমা ফারজান, ফাহমিদা রহমান নাদিয়া প্রমুখ। বিতর্ক, রচনা, পোস্টার অংকন ও কার্টুন প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে ৩৮ জন শিক্ষার্থীকে পুরস্কার বাবদ নগদ ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। ####
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।