Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা চাই -তথ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ক্রেতা-ভোক্তাদের অধিকার রক্ষায় সচেতন হতে হবে। তিনি সচেতনতা সৃষ্টিতে ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদের কাজের ভূয়সী প্রশংসা করেন। গতকাল (রোববার) তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন বাংলাদেশ ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ খাদ্যে ভেজাল, ওজনে কারচুপিসহ ক্রেতা সাধারণের অধিকার সুরক্ষা এবং সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তথ্যমন্ত্রীর প্রতি উদাত্ত আহŸান জানান। নেতৃবৃন্দ ক্রেতাদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা আইন এবং ক্রেতাদের অধিকার সম্পর্কে গণমাধ্যমে বিশেষভাবে প্রচারের জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এন মোহাম্মদ পুতু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, উপদেষ্টা এসএম জামাল উদ্দিন, আমিন উল্লাহ মেজু, বেলায়েত হোসেন, রনজিত ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ