পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার অগণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করে গণতান্ত্রিক শক্তিকে রক্ষা করছে।
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসী দমনের প্রক্রিয়াকে আড়াল করে বিবিসি এক চোখা প্রতিবেদন প্রকাশ করেছে, এটি ঠিক না।’
জাসদের সভাপতি হাসানুল হক ইনু শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমন স্বৈরতন্ত্র নয়, এটাকে স্বৈরাচার ভাবাও ঠিক নয়। তিনি বিএনপির বিরুদ্ধে একটি ‘অস্বাভাবিক ভুতের সরকার’ প্রতিষ্ঠা করার প্রক্রিয়া চালানোরও অভিযোগ করেন।
জাতীয় নারী জোটের নেত্রী আফরোজা হক রিনা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও দলীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বিকেল ৩টায় ভেড়ামারার জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বাসস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।