Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক চোখা প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি -তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ৩:৪৩ পিএম

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার অগণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করে গণতান্ত্রিক শক্তিকে রক্ষা করছে।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসী দমনের প্রক্রিয়াকে আড়াল করে বিবিসি এক চোখা প্রতিবেদন প্রকাশ করেছে, এটি ঠিক না।’

জাসদের সভাপতি হাসানুল হক ইনু শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমন স্বৈরতন্ত্র নয়, এটাকে স্বৈরাচার ভাবাও ঠিক নয়। তিনি বিএনপির বিরুদ্ধে একটি ‘অস্বাভাবিক ভুতের সরকার’ প্রতিষ্ঠা করার প্রক্রিয়া চালানোরও অভিযোগ করেন।

জাতীয় নারী জোটের নেত্রী আফরোজা হক রিনা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও দলীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বিকেল ৩টায় ভেড়ামারার জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বাসস



 

Show all comments
  • গনতন্ত্র ২৫ মার্চ, ২০১৮, ৪:২৮ পিএম says : 0
    জনগন বলছেন, ” বিবিসি প্রতিবেদন” এক চোখা প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, আর এক চোখ খোলা রেখেছে র্নিবাচনের তরে,যত দোষ নন্দ ঘোষ, ঘুরে ফিরে ফেলতে হবে বিএনপি-রই গাঢ়ে ৷ ভূয়া নাটক ধরা খাইছে, বড় দাদার হাতে ;কোনও অজুহাতে কাজ হবেনা, ধরছে হাতে-নাতে ৷ মানুষের অধিকার হরন গনতন্ত্র , শিখাইয়াছে কোন স্যারে;স্বৈরচার বললে বুঝি, কলিজায় কামুড় মারে ৷”
    Total Reply(0) Reply
  • Tuhin ২৫ মার্চ, ২০১৮, ৬:০৪ পিএম says : 0
    জনতার জাগরণ সৃষ্টি হলে স্বৈরশাসকের পতন অনিবার্য
    Total Reply(0) Reply
  • ২৫ মার্চ, ২০১৮, ১২:৫১ পিএম says : 0
    Western der democracy thought amone. Like, Iraq, Lebia
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ