Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতা ঠেকানো যাচ্ছে না -স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা রোধে অনেক চেষ্টা করেও পুরোপুরি সফল হওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার রাজধানীর বটমলী হোম বালিকা বিদ্যালয় মাঠে একটি সাপ্তাহিক পত্রিকার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ইউপিতে প্রথম দুই ধাপের ভোট নিয়ে সারাদেশে সহিংসতায় অন্তত ৪০ জনের প্রাণহানির প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে, ইউপি ইলেকশন এটার মধ্যে সহিংসতা আমরা অনেক চেষ্টা করেছি, অনেকভাবে আমরা চেষ্টা করেছি। তারপরও হয়ে যায়।
স্থানীয় সরকারের তৃণমূলের এই নির্বাচনে প্রতিযোগিতা অনেক বেশি মুখোমুখি হওয়ায় সহিংসতা নিয়ন্ত্রণ করতে কিছুটা সমস্যা হয় বলে মনে করেন তিনি।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নির্বাচনে প্রতিযোগিতা এতই মুখোমুখি হয়, সেজন্য হয়তো এগুলোকে (সহিংসতা) কন্ট্রোল করা একটু অসুবিধা হয়ে যায়। তবে আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু সঠিকভাবে কাজ করছে। যেখানে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু মাঠে গিয়ে দাঁড়াচ্ছে।
বৃহস্পতিবারের ভোটে এক পুলিশ কনস্টেবলের পায়ে গুলি লাগে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহিংসতা ঠেকানো যাচ্ছে না -স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ