Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী সহিংসতা ও প্রাণহানিতে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে গণতন্ত্রের চর্চা হওয়া প্রয়োজন। গতকাল শুক্রবার সকালে সাভারে বিচারিক কাজের যথাযথ মূল্যায়ন এবং সাফল্য নির্ধারণ ও নিরূপণ শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন।
বার্নিকাট বলেন, নির্বাচনের সহিংসতায় যে ও যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি আমরা। গণতন্ত্রের সঠিক চর্চা করার জন্য মানুষের ভোটাধিকার প্রয়োগ ও সহিংসতা বন্ধ করতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনী সহিংসতা ও প্রাণহানিতে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ