পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি বাস স্টেশনে বৃহস্পতিবার বন্দুকযুদ্ধে এক বন্দুকধারী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। পুলিশ জানায়, রাজ্য পুলিশের এক পুলিশ কর্মকর্তা হামলাকারীর দিকে অগ্রসর হচ্ছিলেন। এসময় হামলাকারী তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। জবাবে অপর দুই পুলিশ কর্মকর্তা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। ওই হামলাকারী ও আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে পাঠানোর পর তারা দুজনই মারা যায়। সৈনিকটির নাম চ্যাড ডারমাইয়ার (৩৭)। গ্রেহাউন্ড বাসস্টেশনে এই হামলার ঘটনায় দুই নারীও আহত হয়েছে। তবে তাদের আঘাত ততটা গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। গ্রেহাউন্ড কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত তারা তাদের এই স্টেশনটি বন্ধ রাখবে। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।