Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানের এবাদতের বীজ বপনের মাস রজব

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মো. আবদুর রহিম:
রজব মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার থেকে রজব মাসের গণনা শুরু। হিজরি সনের ৭ম মাস হলো ‘রজবুল আছাম’ অর্থাৎ বধির মাস। এ মাস বান্দাদের গুনাহের সাক্ষী হয় না বলেই এ মাসকে বধির মাস বলা হয়। অত্র মাহে রজবের ১লা তারিখের রাতে বান্দার যে কোনো দোয়া মহান আল্লাহ পাক কবুল করেন। হাদীস শরীফে এসেছে, “নিশ্চয়ই বান্দার দোয়াসমূহ বিশেষ পাঁচটি রাতে কবুল হয়ে থাকে। ১. রজব মাসের পহেলা রাত ২. শবে বরাতের রাত ৩. শবে কদরের রাত ৪. ঈদুল ফেতরের রাত ও ৫. ঈদুল আজহার রাত। বান্দা যত বড় গুনাহগারই হোক না কেন এ পাঁচ রাতে দোয়া কবুল হয়, বান্দা নিষ্পাপ হয়ে যান। বান্দাদের শুধু চাইতে দেরি, কিন্তু মহান আল্লাহ পাকের কবুল করতে দেরি হয় না।
রজব মাস আরবি মাসের ৭ম মাস। ১ রজবে ইবাদতকারি বান্দা ও বান্দীরা ৭টি দোযখ থেকে পরিত্রাণ পেয়ে থাকেন। জান্নাত লাভের উপযোগী হন। রজব মাস হচ্ছে রমজানের ইবাদতের বীজ বপনের মাস। শাবান মাস তাতে পানি সেচের মাস, আর রমাজান মাস ইবাদতের ফসল কাটার মাস।
অতএব, বান্দাদেরকে উপরোক্ত ৩ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগী করে মুখলিছ ও নেককার বান্দা হিসেবে পরিনত হতে হবে। মহান আল্লাহ পাক ও রাসূল (সা.) আমাদেরকে কবুল করুন, ক্ষমা করুন, মঞ্জুর করুন। আমীন।
এ মাসের বিশেষ দিন সমুহ
১ম বৃহস্পতিবার দিবাগত রাত : লাইলাতুর রাগায়িব। ১ রজব: ক. হুযূর পাক (সা.) আব্বা ও আম্মার বিবাহ দিবস। খ) হযরত ইমাম বাকির (আ.)-এর জন্মদিবস। গ) দোয়া কবুলের রাত। ২ রজব: ক) হযরত আব্দুল্লাহ (আ.) জন্মদিন। খ) হুযূর পাক (সা.)-এর প্রথম আওলাদ কাসিম (আ.) ওফাত দিবস। ৬ রজব: হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর ওফাত দিবস। ১০ রজব: হযরত ইমাম মুহম্মদ ত্বকী (আ.) পবিত্র জন্ম দিবস। ১৩ রজব: হযরত আলী (বা.) জন্মদিবস। ১৪ রজব: ক) হযরত ইমাম জাফর সাদিক (আ.) ওফাত শরীফ। খ) হযরত খাজা মুঈনুদ্দীন চিশতীর (রহ.) জন্ম দিবস। ২৫ রজব : হযরত ইমাম মুসা কাযিম (আ.) ওফাত দিবস।
২৭ রজব : পবিত্র লাইলাতুল মিরাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ