পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : গতকাল চার জেলায় বজ্রপাতে ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগরে ২ জন, নেত্রকোনায় ১ কৃষক, রাজবাড়ীর গোয়ালন্দে ২ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন নিহত হয়েছে।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে আব্দুল খালেক (৫০) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াপাড়া গ্রামের মৃত হাসেন আলীর পুত্র আব্দুল খালেক গতকাল বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় ঘর থেকে বের হওয়ার পর হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নেত্রকোনা মডেল থানার ওসি মাছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ও সুলতানপুরে বজ্রপাতে রাজু মোল্লা এবং লাভলু মোল্লা নামে দুইজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টির মধ্যে ওই ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বজ্রপাতের সময় ওই দুইজন আহত হয়। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় কর্তব্যরত চিকৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে এক মুয়াজ্জিন নিহত হয়েছে। এসময় আরো ২জন আহত হয়েছে। জানা যায়, সদর উপজেলার রামরাইল ইউনিয়নের শিলাউল গ্রামের নোয়াহাটি মসজিদের মুয়াজ্জিন মোঃ হান্নান মিয়া (৫৫) সহ ৩জন গরুর জন্য বিলে ঘাস কাটছিল। দুপুর ২টার দিকে হঠাৎ বজ্রপাতে মোঃ হান্নান মিয়া ঘটনাস্থলে মারা যায়। এসময় আরো ২ জন আহত হয়। নিহত হান্নান মিয়া ওই গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে।
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার জানান, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকায় বজ্রপাতে মো: আলী (২৫) ও আল আমিন (৩০) নামে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ শ্রমিক। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রযেছে।
পুলিশ জানায়, উপজেলার কোম্পানিগঞ্জ এলাকার বাখরনগর গ্রামের নিউ এইচবিসি ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে ওই ২ শ্রমিক নিহত হয়েছে। বজ্রপাতে ওই ইটভাটার শ্রমিকদের থাকার একটি টিনেরশেডে আগুন ধরে যায়। এ সময় অগ্নিকা-ে আরো ২০ শ্রমিক আহত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।