পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : পুরান ঢাকার একটি মার্কেট থেকে বুধবার রাতে তিন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি বিদেশি অস্ত্র, ১০টি ম্যাগজিনসহ ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মোটা দামে বিক্রি করার জন্য অস্ত্রগুলো সরবরাহ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বংশাল এলাকার ইউসুফ মার্কেটে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা হলো-দবির উদ্দিন ওরফে তুহিন, আব্দুল হামিদ ও ইরফানুল হাসান পিয়াস। মনিরুলের দাবি, অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে দেশের বিভিন্ন সন্ত্রাসীরা রাজনৈতিক পরিচয়ে অস্ত্র কিনছে। এসব অস্ত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব খাটানোর জন্য বিভিন্ন ব্যক্তিও কিনছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গোয়েন্দা পুলিশকে এসব তথ্য জানিয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, এসব অস্ত্র চাঁপাইনবাগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে দেশে আনা হয়। গ্রেফতারকৃত পিয়াস ৬০ হাজার টাকায় কুমিল্লা থেকে অস্ত্র কিনতে বুধবার ঢাকায় আসে। পরে তিনি এসব অস্ত্র নিয়ে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যক্তির কাছে চাহিদা মোতাবেক একেকটি অস্ত্র ৭৫ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।