Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিজেল-কেরোসিনের নয় কমলো ফার্নেস অয়েলের দাম

সুবিধা পাবে রেন্টাল-কুইক রেন্টাল ব্যাবসায়ীরা

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় দীর্ঘদিন থেকে জ্বালানী তেলের (ডিজেল, কেরোসিন) দাম কমানোর সব মহলের দাবির মধ্যে ফার্নেস অয়েলের দাম কমিয়েছে সরকার। অথচ তেলের দাম কমাচ্ছে না। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এই জ্বালানি তেলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করা হয়েছে। এতে শুধু রেন্টাল কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো লাভবান হবে। গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ফার্সেন অয়েলের দাম ভোক্তা পর্যায়ে লিটারপপ্রতি ১৮ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এই দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন।
ফার্নেস অয়েলের দাম কমালেও সাধারণ ভোক্তাদের দীর্ঘদিনের দাবি ডিজেল, পেট্রোল, অকটেনসহ অন্য সব জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কোনো ঘোষণা আসেনি। বিশ্ব বাজারে গত দেড় বছর ধরে তেলের দরপতন চলার কারণে দেশের বাজারে সব ধরনের জ্বালানির দাম কমানোর দাবি ওঠে। সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জ্বালানি তেলের দাম কমানোর পক্ষে মত দিলেও প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন। ভর্তুকির লোকসান থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে তুলতে দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সর্বশেষ ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সেই হারে বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। তখন প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৬০ টাকা ছিল যা এখন ৪২ টাকা নির্ধারন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিজেল-কেরোসিনের নয় কমলো ফার্নেস অয়েলের দাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ