Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদ মামদুদুর রশিদ ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মোহাম্মদ মামদুদুর রশিদ সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেছেন। জনাব রশিদ ২০০৯ সালের ডিসেম্বরে ব্র্যাক ব্যাংকে যোগদান করেন। সর্বশেষ, তিনি ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং এর প্রধানের দায়িত্বে ছিলেন। এছাড়াও, তিনি ব্র্যাক ব্যাংকের সিএফও ও এসএমই বিভাগের কৌশলগত নেতৃত্বসহ বিভিন্ন উর্দ্ধতন পদে দায়িত্বরত ছিলেন। সিটিব্যাংকের ১৫ বছরের ক্যারিয়ারে, তিনি সিটিব্যাংক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কৌশলগত পরিকল্পনার প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি ২০০১-২০০৫ মেয়াদে সিটিব্যাংক বাংলাদেশের চিফ অপারেটিং অফিসারসহ বিভিন্ন ব্যবস্থাপনা পর্যায়ে দায়িত্বরত ছিলেন। তিনি ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের গ্রুপ সিএফও ছিলেন। জনাব রশিদ দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষন কর্মসূচীতে অংশগ্রহন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে ভাইস প্রেসিডেন্ট গোল্ড মেডালিস্ট সহ এমবিএ করেছেন। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসেচুসেটসের ব্র্যান্ডেই বিশ্ববিদ্যালয় থেকে ফুলব্রাইট স্কলার হিসাবে ইন্টারন্যাশনাল ইকনোমিক্স ও ফিন্যান্সে এমএ করেছেন। তিনি বহুমুখী ক্যারিয়ারে আইবিএ’র প্রভাষক, মার্চেন্ট ম্যারিনার ও ১৯৮৫ সালে ম্যারিন একাডেমি থেকে প্রেসিডেন্ট গোল্ড মেডেল প্রাপ্ত। -বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিচালক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ