Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খটখটে রুক্ষ আবহাওয়া বৃষ্টিহীন ধূলিময় বসন্ত

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 চট্টগ্রাম ব্যুরো : ফাল্গুন মাসও পার হয়নি। বসন্তের মাঝামাঝি এই সময়ে চৈত্র-বৈশাখের খরার দহনে পুড়ছে দেশ। খটখটে রুক্ষ আবহাওয়ায় ধূলিময় শহর-নগর-জনপদে অতিষ্ঠ মানুষ। ছড়িয়ে পড়ছে রোগ-জীবাণু। অথচ মওসুমের এমনি সময়ের স্বাভাবিক আবহাওয়া হলো, দমকা ও ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি। তবে দেখা নেই। পূর্বাভাসও মিলছে না। অনাবৃষ্টিতে পানির উৎসগুলোও তলানিতে ঠেকেছে। দমকা বাতাসের সাথে বজ্রবৃষ্টি হলে মশার উৎপাত এমনিতেই কমে যায়। আর এখন দিনে-রাতে সমানে মশাময় শহর-নগর-গ্রাম। দিন দিন বাড়ছে মশার জ্বালা-যন্ত্রণা। 

গতকাল (রোববার) সন্ধ্যায় সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসেও প্রত্যাশিত বৃষ্টির তেমন সুখবর নেই। এতে জানা গেছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর পরের ৫ দিনে অর্থাৎ চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তার মানে আরও বাড়বে গরমের তেজ। বৃষ্টি ঝরার সম্ভাবনা আপাতত কম।
গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনি¤œ শ্রীমঙ্গলে ১৩.৫ ডিগ্রি সে.। ঢাকায়ও দিনে তাপমাত্রার পারদ উঠে গেছে ৩৩.৬ ডিগ্রি সে.। এ সময় উত্তরের তেঁতুলিয়ায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এছাড়া দেশের কোথাও ছিটেফোঁটা বৃষ্টি নামেনি।
এদিকে আবহাওয়া বিভাগ জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ শ্রীলংকা উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন জায়গায় আগাম মাঝারি থেকে তীব্র আকারের কালবৈশাখী ঝড়, স্বাভাবিকের চেয়ে উঁচু তাপমাত্রার পূর্বাভাস দেয়া হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ