Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ দিনে জিপি মিউজিকে এক লাখের বেশি নিবন্ধন

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আনুষ্ঠানিক উন্মোচনের মাত্র পাঁচ দিনেই এক লাখ ২৫ হাজার গ্রাহক জিপি মিউজিক মোবাইল অ্যাপে নিবন্ধন করেছে।
গত ২০ মার্চ ডিজিটাল মিউজিক মোবাইল অ্যাপ উন্মোচনের পর এত কম সময়ে রেকর্ড পরিমাণ নিবন্ধন হওয়ার মতো সাফল্য বিস্ময়কর কোনো ব্যাপার না। ২৫ হাজারের বেশি স্থানীয় গান নিয়ে চালু হওয়া জিপি মিউজিক বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মিউজিক লাইব্রেরি।
গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গীত অঙ্গন ইতোমধ্যে ডিজিটাল রূপ ধারণ করেছে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে ডিজিটাল মিউজিক ব্যবহার সবেমাত্র শুরু হলেও দ্রæত গতিতে তা বৃদ্ধি পাচ্ছে। এতদিন পর্যন্ত বাংলাদেশে এ ধরনের প্রচলণ ছিল না বললেই চলে। আপাতত দেশীয় সঙ্গীত প্রেমীদের কথা মাথায় রেখে বাংলা গানের লাইব্রেরিসমৃদ্ধ জিপি মিউজিক অ্যাপ চালু করে ডিজিটাল মিউজিক প্লাটফর্মের ক্ষেত্রে এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে কাজ শুরু করল গ্রামীণফোন। শীর্ষস্থানীয় সঙ্গীত শিল্পীদের অ্যালবাম ও গান জিপি মিউজিক অ্যাপে পাওয়া যাবে। দেশের সব ধরনের সঙ্গীত শিল্পীরা নিজেদের গান ডিজিটাল প্লাটফর্মে সরবরাহের সুযোগ করে দেয়াই অ্যাপটির মূল উদ্দেশ্য। এছাড়া মিউজিক পাইরেসি কমানোর ক্ষেত্রে এ ধরনের ডিজিটাল মিউজিক প্লাটফর্ম সঙ্গীতাঙ্গণে উল্লেখযোগ্য অবদান রাখবে।          
গ্রামীণফোনের প্রধান বিপনন কর্মকর্তা (সিএমও) ইয়াসির আজমান জিপি মিউজিক সম্পর্কে বলেন, ‘আমরা সবার ডিজিটাল জীবনের সঙ্গী হতে চাই। আমরা বিশ্বাস করি মিউজিক প্রেমীদের জন্য জিপি মিউজিক বাংলাদেশে সেরা ডিজিটাল মিউজিক প্লাটফর্ম সেবা দিতে পারবে।’
এদিকে গ্রামীণফোনের ডিজিটাল সার্ভিস বিভাগের প্রধান মোহাম্মদ মুনতাসির বলেন, ‘শুরুতেই দেশের সঙ্গীত শিল্প এবং গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়ায় আমরা অভিভূত। প্রথম সপ্তাহেই এক লাখ ২৫ হাজার নিবন্ধিত গ্রাহক আমাদের চলার পথকে অনেক বেশি সহজ করেছে আর এটাতো মাত্র শুরু।’  
মোবাইলের সব প্লাটফর্মে চালু হওয়ায় জিপি মিউজিক মাত্র পাঁচদিনে নিবন্ধনে রেকর্ড তৈরি করেছে। আইফোনের আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত সকল ডিভাইসে ব্যবহার করা যাচ জিপি মিউজিক অ্যাপ। অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ডিজিটাল মিউজিক প্লাটফর্ম জিপি মিউজিক। এছাড়া িি.িমঢ়সঁংরপ.পড় ওয়েবসাইটে গিয়েও অনায়াসে ব্যবহার করা যাবে জিপি মিউজিক সেবা। বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচ দিনে জিপি মিউজিকে এক লাখের বেশি নিবন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ