Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় ক্রিকেটার মুহম্মদ সামির বিরুদ্ধে পরকীয়া ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ভারতীয় ক্রিকেট দলের পেসার মুহাম্মদ সামির বিরুদ্ধে গত বৃহস্পতিবার কলকাতার লালবাজার পুলিশ স্টেশনে পারিবারিক নির্যাতন ও বিশ্বাসভঙ্গের অভিযোগ জানালেন তার স্ত্রী হাসিন জাহান। একইসঙ্গে বলেছেন, সামি চেয়েছিলেন বলিউডের এক নায়িকাকে বিয়ে করতে। যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) প্রবীণ ত্রিপাঠীর হাতে তার অভিযোগপত্রটি তুলে দেন হাসিন। ত্রিপাঠি জানিয়েছেন, এটি এফআইআর হিসেবে বিবেচিত হবে। সামির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে।
পুলিশ স্টেশন থেকে বের হয়ে হাসিন জানান, পুলিশের গোয়েন্দা প্রধান গুরুত্ব দিয়ে আমার কথা শুনেছেন। আশ্বাস দিয়েছেন দ্রত ব্যবস্থা নেওয়ার। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডেও লিখিত অভিযোগ করবেন বলেও জানান।
হাসিন জানান, সামি ও তার পরিবারের সদস্যরা ডিভোর্সের জন্য তাকে চাপ দেন, কারণ তারা চেয়েছিলেন সামির আর একবার বিয়ে দিতে। সামির ইচ্ছে ছিল এক কোটিপতি বলিউড নায়িকাকে বিয়ে করার। পাকিস্তানের এক মহিলার সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। হাসিন জানান, বিয়ে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে সব গোপন কথা জনসমক্ষে আনার সিদ্ধান্ত নেন তিনি।
উল্লেখ্য, ২০১১ সালে সামির সাথে সাক্ষাৎ হওয়ার এক বছর পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ দম্পতির তার বছর বয়সী একটি কন্যা সন্তানও হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ