পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার ঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, তার নাম ব্যবহার করে একটি ‘ভুয়া’ ফেইসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। গতকাল শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমার একটাই ফেইসবুক আইডি আছে, এটা ছাড়া আর কোনো আইডি নেই। আমার নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে একটি সংঘবদ্ধ চক্র আমার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের কাছ থেকে চাঁদা চাচ্ছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
তিনি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।