Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে মসজিদে মুসল্লিদের ওপর রিপন চন্দ্র ও সাঙ্গপাঙ্গদের হামলার নিন্দাÑওলামা লীগের

অবিলম্বে বিচার দাবি

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গতকাল সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানার অন্তর্গত কারকোট গ্রামের ঐতিহাসিক জামে মসজিদে এশার নামাজরত অবস্থায় রিপন চন্দ্র (৩২) ও তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে সশস্ত্র অবস্থায় পূর্বপরিকল্পনা অনুযায়ী মুসল্লিদের ওপর বর্বোরচিত হামলা চালিয়ে নামাজরত মুসল্লিদের রক্তাক্ত করে পালিয়ে যায়।
এ হামলা সাম্প্রদায়িক এদেশে দাঙ্গা বাধানোর অপচেষ্টা বলে মনে হচ্ছে। এরকম পরিকল্পিত নৃশংস ঘটনা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানায়। বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নির্বাহী সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার এক বিবৃতিতে বলেন, ৯৮ ভাগ মুসলমানের দেশে সরকার যদি এ বিষয়ে দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ৬৮ হাজার গ্রামে লাখ লাখ মসজিদে উত্তাল তরঙ্গের ন্যায় ঈমানদার মুসলমানগণ এদেশ থেকে হিন্দু উগ্রবাদী ও তাদের দোসরদের চিরতরে উৎখাত করে উচিত শিক্ষা দিতে ময়দানে নেমে যেতে পারে। এ হামলা ১৯৪৭ সালের মতো হিন্দু-মুসলিম দাঙ্গারই নতুন ইঙ্গিত বহন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেটে মসজিদে মুসল্লিদের ওপর রিপন চন্দ্র ও সাঙ্গপাঙ্গদের হামলার নিন্দাÑওলামা লীগের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ