Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনো হাল ছাড়েনি জঙ্গি-সন্ত্রাসীরা -তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ৪:৪২ পিএম

দেশের জঙ্গি-সন্ত্রাসীরা পিছু হটলেও এখনো হাল ছাড়েনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, শিক্ষক এবং জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর চালানো আক্রমণ সেটিই প্রমাণ করেছে। এই আক্রমণ এটাই প্রমাণ করল যে তারা এখনো চক্রান্ত করেই যাচ্ছে।

রোববার (৪ মার্চ) দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জাফর ইকবালকে দেখতে যান তথ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সুতরাং একটাই রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা হলো জঙ্গি-সন্ত্রাসীদের প্রশ্নে ও তাদের পৃষ্ঠপোষকদের প্রশ্নে কোনো রাজনৈতিক ছাড় দেওয়া যায় না।’এ ব্যাপারে জাতির ঐক্যবদ্ধ থাকা উচিত উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, জঙ্গি-সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের সম্পূর্ণভাবে ধ্বংস করা উচিত।

জাফর ইকবালের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন— জাফর ইকবাল ভালো আছেন। সুস্থ আছেন। খুব দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন। জাফর ইকবালের ওপর হামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ