Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে মুক্তি না দিলে গণবিস্ফোরণ ঘটবে

পঞ্চগড়ে লিফলেট বিতরণকালে অধ্যাপিকা রেহানা প্রধান

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেছেন, তথাকথিত দুর্নীতির নামে বাংলাদেশের গণমানুষের নেত্রী ও শান্তির অগ্রদূত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে শেখ হাসিনা সরকারের আবারো ক্ষমতায় থাকার সোনালী স্বপ্ন ছাইয়ে পরিণত হবে। গতকাল শনিবার সকালে পঞ্চগড় সদর, দেবীগঞ্জ পৌরসভা, সাকোয়া ইউনিয়ন, বোদা পৌরসভাসহ বিভিন্ন এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণকালে এ কথা বলেন।
রেহানা প্রধান বলেন, কথাবার্তা পরিস্কার- খালেদা জিয়াকে মুক্তি না দিলে শীঘ্রই গণবিস্ফোরণ ঘটবে। দিল্লী চায় বাংলার ভূখন্ড আর হাসিনা চায় ক্ষমতা। সুতরাং দেশ বিক্রির খেলা বন্ধ করুন। আর এ ব্যপারে তিনি দেশবাসীকে হুশিয়ার থাকার আহŸান জানিয়েছে। খালেদা জিয়াকে দুর্নীতির বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাভ হবে না। আপনাদের (আওয়ামী লীগ) দুর্নীতি এখন দৃশ্যতঃ সুইস ব্যাংকে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের শেয়ার বাজারে মহালুট, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, দেশের টাকা বিদেশে পাচারকারী এমপি-মন্ত্রীসহ সরকার প্রধানের বিচারও বাংলার মাটিতে হবে- ইনশাআল্লাহ।
বিচার বিভাগের উপর গণভবনের নিয়ন্ত্রণ চলছে উল্লেখ করে জাগপা নেত্রী বলেন, খালেদা জিয়ার জামিনের শুনানী নিয়ে গভীর ষড়যন্ত্র আঁকা হচ্ছে। তিনি বলেন, গভীর রাতে ফাঁসির দÐপ্রাপ্ত আসামী ও দুর্ধর্ষ সন্ত্রাসীদের জামিন মিলে কিন্তু আফসোস স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিন মিলে না। তিনি অবিলম্বে দেশনেত্রীর শর্তহীন মুক্তির দাবি জানিয়ে বলেন, খালেদা জিয়া ছাড়া জাগপা তথা ২০ দলীয় জোট নির্বাচনে যাবে না। প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, পঞ্চগড় জেলা জাগপা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনছার আলী, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মফি, যুব জাগপা ও জাগপা ছাত্রলীগের প্রধান সমন্বয়ক আল রাশেদ প্রধান, সাকোয়া বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, যুব জাগপার জেলা সভাপতি শাহরিয়ার বিপ্লব, মোহাম্মদ জুয়েল, বোদা পৌরসভা কাউন্সিলর শাহজাহান সিরাজ, সিরাজ মাস্টার, বেলাল মাস্টার, দেবীগঞ্জ উপজেলা জাগপা সভাপতি শফিউল আলম মুন্সি, বিডিআর শফিউল আলম (অব.), জাগপা ছাত্রলীগ নেতা আমির হোসেন আমু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ