পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্ণেল (অব.) অলি আহমদ বলেছেন, জনগন এখন সরকারের অংশ নয়, আওয়ামী লীগই সরকারের অংশ। সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে। এখানে কথা বলার অধিকার নেই কারো। তিনি বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলডিপির কর্মী সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মুজিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এডভোকেট মো. কফিল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা এলডিপি সভাপতি নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, সহ-সম্পাদক মোহাম্মদ আলী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আইয়ুব খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।