পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। এ নিয়ে টানা দুই দিন সূচক ও লেনদেনে উত্থান অব্যাহত আছে শেয়ারবাজারে।
গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ২৩ দশমিক ৪৯ পয়েন্ট। গত মঙ্গলবার সূচক বেড়েছিল ৯ দশমিক ২২ পয়েন্ট। ফলে এ দুই দিনে সূচক বেড়েছে ৩২ দশমিক ৭১ পয়েন্ট। এর আগে টানা ৫ দিনের পতনে সূচক কমেছিল ১৪০ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই শুরু হয় দিনের লেনদেন। তবে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে বেলা ১১টায় বিক্রি চাপে সূচকের তীর নিম্নমুখী হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ক্রয়চাপে ফের ঘুরে দাঁড়ায় বাজারে। লেনদেনের শেষ অবধি ক্রয়চাপ বজায় থাকায় ২৩ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে শেষ হয় দিনের লেনদেন। দিনশেষে সূচক গিয়ে দাঁড়ায় ৪৩৩৫ দশমিক ২৯ পয়েন্টে।
লেনদেনে অংশ নেওয়া ৩১৭টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির দর। এদিকে মঙ্গলবারের তুলনায় ৮২ কোটি ৪৩ লাখ টাকা বেড়ে দিনশেষে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৪৪ লাখ টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে কেডিএস এক্সেসরিজ। দিনশেষে কোম্পানিটির ২৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আমান ফিডের লেনদেন হয়েছে ১৫ কোটি ১৯ লাখ ৮৩ হাজার টাকা। ১৫ কোটি ৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে গোল্ডেন হার্ভেস্ট, অলিম্পিক এক্সেসরিজ, কেয়া কসমেটিকস, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ইনফিউশান্স, ইবনে সিনা, ইউনাইটেড পাওয়ার।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ৮৪ লাখ টাকার। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বৃদ্ধি পেয়েছে ২ কোটি ৮০ লাখ টাকার বেশি। সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১১০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৬৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑকেডিএস এক্সেসরিজ, ড্যাগন সোয়েটার, সামিট পাওয়ার, অলিম্পিক এক্সেসরিজ, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, এমারেল্ড অয়েল, আইটিসি, ইউনাইটেড পাওয়ার এবং পূবালী ব্যাংক।
আল আরাফাহ ব্যাংকের শেয়ার কিনেছে আইসিডি : আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১০ শতাংশ শেয়ার কিনেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক কর্পোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি)।
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই শেয়ার হস্তান্তর বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। আল আরাফাহ ব্যাংকের পক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান ও আইসিডির পক্ষে সংস্থাটির মহাব্যবস্থাপক খালেদ এম আল-আবুদি চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকটির ১০ শতাংশ বা ১১ কোটি চার লাখ ৭৮ হাজার ৪৯২টি শেয়ারের মালিকানা বাবদ ১৫৪ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ৮৮৮ টাকা পরিশোধ করবে আইসিডি। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ১৪ টাকা। এর মধ্যে শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা আর শেয়ার প্রতি প্রিমিয়াম ৪ টাকা। এই চুক্তিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় অনুমোদনের পর কার্যকর হবে।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৯৪৬ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকার। ৫৫ হাজার শেয়ারহোল্ডার রয়েছে ব্যাংকটির। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ২ টাকা ২০ পয়সা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।