পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হাইকোর্টেও বহাল থাকবে বলে আশা করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই প্রত্যাশার কথা জানান তিনি। গতকাল আইনমন্ত্রীর দেয়া বক্তব্যের সঙ্গে মিলিয়ে তিনিও বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা তাদের ব্যর্থতার দায় আমাদের (রাষ্ট্রপক্ষ) ওপর চাপিয়ে দিচ্ছেন, এটা দুঃখজনক। খালেদা জিয়ার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি। আইনি যুক্তিতে কথা বলেছি।
অ্যার্টনি জেনারের আরো বলেন, এতিমের টাকা তারা আত্মসাৎ করেছেন, এ কথা শুনলেই খালেদা জিয়ার আইনজীবীরা ক্ষেপে যান। আইনজীবীদের পেশাগত জায়গা থেকে তারা এটা করতে পারেন না।
মাহবুবে আলম বলেন, আদালতে খালেদা জিয়ার জামিন শুনানিতে তার আইনজীবীরা বক্তব্য (শুনানি) দিয়েছেন, আমরাও দিয়েছি। এখন আদালত মনে করলে তাকে জামিন দিতেও পারেন। এসময় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদন্ড আপিলেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। কথা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের রাষ্ট্রপক্ষের একটি ব্যর্থতা রয়েছে। তা হলো, ৫ জানুয়ারি নির্বাচন পরবর্তী দেশে অরাজকতা সৃষ্টির মামলাগুলোয় আমরা এখনো একটিরও বিচার শেষ করতে পারিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।